Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘চবির শিক্ষার্থীদের বাড়ি ফেরার দায়িত্ব প্রশাসনকেই নিতে হবে’

চবি করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২১ ২২:৪৩

চট্টগ্রাম ব্যুরো: চলমান ‘লকডাউন’ পরিস্থিতিতে পরীক্ষা দিতে আসা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে প্রশাসনের তত্ত্বাবধানে বাড়িতে ফেরত পাঠানোর দাবি জানিয়েছে ছাত্র ইউনিয়ন। সংগঠনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গৌরচাঁদ ঠাকুর ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৌরভ ধর এক বিবৃতিতে এ দাবি জানান।

মঙ্গলবার (২৯ জুন) বিকেলে সংগঠনের চবি শাখার দফতর সম্পাদক সাজাং চাকমার সই করা এক বিজ্ঞপ্তিতে বিবৃতির বিষয়টি জানানো হয়।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, গত ২৬ জুন পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়ে মধ্যরাতে আবার ৩০ জুন পর্যন্ত পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে পরীক্ষার্থীরা গণপরিবহন বন্ধ হওয়ার আগে তাদের এলাকায় ফেরার সুযোগ হারায়। বর্তমানে দেশে সবধরনের গণপরিবহন বন্ধ রয়েছে। তাই দেশের বিভিন্ন প্রান্তে নিজ নিজ এলাকায় ফিরতে শিক্ষার্থীদের সামনে কোনো উপায় নেই।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মনে করে এই পরিস্থিতিতে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের নিরাপদে বাড়ি ফেরানোর দায়িত্ব না নেয় তাহলে তা হবে শিক্ষার্থীদের সঙ্গে চরম জুলুম।

বিবৃতিতে সকল পরীক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে নিজ নিজ জেলায় পৌঁছানোর দাবি জানিয়ে বলা হয়, প্রশাসনকেই তাদের বাড়ি পৌঁছানোর দায়িত্ব নিতে হবে।

সারাবাংলা/সিসি/পিটিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর