Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশকে অক্সিজেন ও জরুরি চিকিৎসা সরঞ্জাম দিল যুক্তরাষ্ট্র

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২১ ২২:৩৫

ঢাকা: করোনাভাইরাসের (কোভিড-১৯) বিস্তার রোধে ও জনগণের স্বাস্থ্য চাহিদা মেটাতে বাংলাদেশকে জরুরি চিকিৎসা সরঞ্জাম ও সরবরাহ অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের দেওয়া এবারের অনুদানের আর্থিক মূল্য প্রায় ৩ মিলিয়ন মার্কিন ডলার।

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার মঙ্গলবার (২৯ জুন) আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়ার হাতে এগুলো তুলে দেন। ইউএসএআইডির ‘মামনি’ মাতৃ ও নবজাতক উন্নয়ন প্রকল্পের ইমার্জেন্সি রেসপন্স টু কোভিড-১৯ প্যান্ডেমিকের সহায়তায় অনুষ্ঠানটি স্বাস্থ্য অধিদফতর আয়োজন করে। প্রকল্পটি বাস্তবায়ন করছে সেভ দ্য চিলড্রেন।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের দেওয়া সহায়তার মধ্যে রয়েছে স্বাস্থ্যসেবাদানকারী পেশাজীবী ও অন্যান্য সম্মুখসারির কর্মীদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই), কোভিড-১৯ পরীক্ষা কার্যক্রম সম্প্রসারণের জন্য পরীক্ষাগারের যন্ত্রপাতি এবং কোভিড-১৯ রোগীদের সময়মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে অক্সিজেন সিলিন্ডার ও ওষুধ।

বাংলাদেশ সরকার স্বাস্থ্য অধিদফতরের মাধ্যমে এই চিকিৎসা সরঞ্জাম ও ওষুধগুলো দেশের সীমান্ত এলাকাগুলোতে বিতরণ করবে। যেখানে সাম্প্রতিক কোভিড-১৯ সংক্রমণের ঘটনা বৃদ্ধি পাওয়ায় এগুলোর চাহিদা বেড়েছে।

অক্সিজেন ও জরুরি চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে রাষ্ট্রদূত আর্ল মিলার তার বক্তব্যে বলেন, ‘আজ কোভিড-১৯ চিকিৎসা সরবরাহ ও ওষুধের হস্তান্তর এই সংকট একসঙ্গে কাটিয়ে ওঠার ক্ষেত্রে আমাদের সফল ও অনন্য অংশীদারিত্বের দৃষ্টান্তগুলোর অন্যতম।’

বিজ্ঞাপন

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা, অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), ডিজিএইচএস, অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন), ডা. মো. নাজমুল ইসলাম, পরিচালক, ডিজিস কন্ট্রোল, ডা. মো. শামসুল হক, লাইন ডিরেক্টর, এমএনএইচ ও এএইচ, কাজী জেবুন্নেসা, অতিরিক্ত সচিব, হেলথ সার্ভিস ডিভিশন, ডা. মো. রোবেদ আমিন, লাইন ডিরেক্টর এনসিডিসিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সারাবাংলা/টিএস/পিটিএম

অক্সিজেন জরুরি চিকিৎসা সরঞ্জাম বাংলাদেশ যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর