Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁওয়ে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২১ ২২:১৫

ঠাকুরগাঁও: জেলায় সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত একদিনে এটিই সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।

এর আগে, ২৬ জুন সর্বোচ্চ পাঁচ জনের মৃত্যু হয়।

এদিকে, ২৪ ঘন্টায় জেলায় মোট ১৮৩ নমুনা পরীক্ষা করে ১০৩ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল তিন হাজার ১৮৭ জনে। আক্রান্তদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন এক হাজার ৭৯৫ জন। আর এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৮১ জন।

মঙ্গলবার (২৯ জুন) বিকেলে জেলা সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার এসব তথ্য জানান।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘন্টায় করোনায় মৃত আট জনের মধ্যে সদর উপজেলায় এক জন, বালিয়াডাঙ্গীতে ২ জন, পীরগঞ্জে এক জন, রাণীশংকৈলে ৩ জন ও হরিপুরে এক জন রয়েছেন।

সারাবাংলা/একেএম

করোনাভাইরাস করোনায় মৃত্যু কোভিড-১৯

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর