১১ মাসের মধ্যে সংক্রমণের হারে নতুন রেকর্ড
২৯ জুন ২০২১ ২১:৫৮ | আপডেট: ৩০ জুন ২০২১ ০৯:৪৬
ঢাকা: দেশে করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। এরই মধ্যে ২৮ জুন দেশে একদিনে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্তের পরিমাণ ছাড়িয়ে গেছে আগের সব রেকর্ড (৮,৩৬৪)। এর আগের দিনই আবার একদিনে সর্বোচ্চ ১১৯ মৃত্যুর রেকর্ডও হয়েছে। এবারে ১১ মাসের মধ্যে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হারেও হয়েছে নতুন রেকর্ড। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ২৩ দশমিক ৯৭ শতাংশ, যা গত বছরের ৪ আগস্টের পর ৩২৮ দিন বা প্রায় ১১ মাসের মধ্যে সর্বোচ্চ। শুধু তাই নয়, দেশে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্তের পর একদিনে এর চেয়ে বেশি সংক্রমণের হার শনাক্তই হয়েছে মাত্র ১১ দিন।
মঙ্গলবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার সংক্রমণের তথ্য তুলে ধরা হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ৩১ হাজার ৯৮২টি নমুনা পরীক্ষা করে ৭ হাজার ৬৬৬ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের এই সংখ্যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। গতকাল সোমবার (৮ জুন) একদিনে সর্বোচ্চ ৮ হাজার ৩৬৪ জনের সংক্রমণ শনাক্ত হয়েছিল। আর গত ৭ এপ্রিল তৃতীয় সর্বোচ্চ ৭ হাজার ৬২৬ জনের শরীরে এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছিল। গত ২৪ ঘণ্টার সংক্রমণ নিয়ে দেশে করোনার সংক্রমণ ৯ লাখও পেরিয়ে গেছে।
আরও পড়ুন- একদিনে দ্বিতীয় সর্বোচ্চ ৭৬৬৬ সংক্রমণ ও ১১২ মৃত্যুর রেকর্ড
গত ২৪ ঘণ্টায় যেসব নমুনা পরীক্ষা হয়েছে, তার অনুপাতে সংক্রমণ শনাক্তের হার ২৩ দশমিক ৯৭ শতাংশ। আগের দিন এই হার ছিল ২৩ দশমিক ৮৫ শতাংশ। গত ২৪ ঘণ্টার এই সংক্রমণ শনাক্তের হার গত বছরের ৪ আগস্টের পর থেকে ৩২৮ দিনে সর্বোচ্চ। ওই দিন সংক্রমণের হার ছিল ২৪ দশমিক ৮৭ শতাংশ।
সংক্রমণের হার সর্বোচ্চ যে ১১ দিনে
দেশে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর আগে জানুয়ারি থেকেই নমুনা পরীক্ষা হচ্ছিল। ৮ মার্চ থেকে প্রতিদিনের নমুনা পরীক্ষার তথ্য প্রকাশ করছে স্বাস্থ্য অধিদফতর। ওই সময় ১৮ মার্চ একদিনে ১০টি নমুনা পরীক্ষায় চার জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল। খাতা-কলমের হিসাবে দেশে একদিনে করোনা সংক্রমণের হার সেটিই সর্বোচ্চ। তবে শুরুর কয়েকদিনের যৎসামান্য নমুনা পরীক্ষাকে আমলে না নিলে এখন পর্যন্ত সর্বোচ্চ সংক্রমণের হার পাওয়া গেছে গত বছরের ১২ জুলাই। সেদিন ৮ হাজার ৬৮টি নমুনা পরীক্ষায় সংক্রমণ শনাক্ত হয়েছিল ২ হাজার ৬৬৬টি। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৩৩ দশমিক ০৪ শতাংশ।
সর্বোচ্চ সংক্রমণের হারের তালিকায় এর পরের অবস্থানে রয়েছে গত বছরের ৩ আগস্ট। ওই দিন ৪ হাজার ২৪৯ নমুনা পরীক্ষায় সংক্রমণ শনাক্ত হয় ১ হাজার ৩৫৬টি। সংক্রমণের হার ছিল ৩১ দশমিক ৯১ শতাংশ। এছাড়া ১৯ জুন ২৬ দশমিক ৯২ শতাংশ, ১৫ জুলাই ২৫ দশমিক ২৩ শতাংশ, ১ আগস্ট ২৪ দশমিক ৯৮ শতাংশ, ১৩ জুলাই ২৪ দশমিক ৯৪ শতাংশ, ৪ আগস্ট ২৪ দশমিক ৮৭ শতাংশ, ১৮ জুলাই ২৪ দশমিক ৮০ শতাংশ, ২৫ জুলাই ২৪ দশমিক ১২ শতাংশ ও ২ আগস্ট ২৪ দশমিক ০৫ শতাংশ হারে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয় দেশে।
এর মধ্যে গত ৪ আগস্টের পর আর কোনোদিন ২৪ শতাংশ স্পর্শ করেনি সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় সেটিই এর সবচেয়ে কাছাকাছি পৌঁছেছে।
সারাবাংলা/এসবি/টিআর