Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচন না হওয়া পর্যন্ত বর্তমান ইউনিয়ন পরিষদই দায়িত্ব পালন করবে

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২১ ২১:১৯

ঢাকা: করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের বর্তমান পরিস্থিতিতে ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে। ফলে নির্বাচন না হওয়া পর্যন্ত বর্তমান ইউনিয়ন পরিষদই দায়িত্ব পালন করবেন। মঙ্গলবার (২৯ জুন) এ সংক্রান্ত আদেশ জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।

স্থানীয় সরকার বিভাগ (ইউপি-১) থেকে জারি করা আদেশে বলা হয়, সারা বিশ্বের মতো বাংলাদেশেও করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি পরিলক্ষিত হওয়ায় জনসমাগম এড়ানোর জন্য নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচন অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

বিজ্ঞাপন

অতএব, মেয়াদোত্তীর্ণ হবে এমন ইউনিয়ন পরিষদসমুহের নির্বাচন অনুষ্ঠান না হওয়া পর্যন্ত স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ১০১ ধারা অনুযায়ী প্রশাসনিক অসুবিধা দূর করতে বিদ্যমান ইউনিয়ন পরিষদসমুহকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হল।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও পরিপত্রে জানানো হয়।

সারাবাংলা/জেআর/এসএসএ

স্থানীয় সরকার বিভাগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর