মোটরসাইকেলে থাকতে পারবে শুধু চালক: সিএমপি
২৯ জুন ২০২১ ১৮:৫৩
চট্টগ্রাম ব্যুরো: করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাবার প্রেক্ষিতে সরকারের ঘোষিত ‘সীমিত লকডাউনের’ মধ্যে নগরীতে মোটরসাইকেলে চালকের সঙ্গে আরোহী বহন নিষিদ্ধ করেছে নগর পুলিশ। এ সিদ্ধান্ত বুধবার (৩০ জুন) থেকে কার্যকর হওয়ার কথা জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
সোমবার থেকে সীমিত লকডাউন শুরুর পর দলে দলে লোকজন চট্টগ্রাম শহর ছাড়ছে। গণপরিবহন বন্ধ থাকায় ব্যক্তিগত কিংবা ভাড়ায় চালিত মোটরসাইকেলে একাধিক আরোহী চলাচল করতে দেখা যাচ্ছে। এমনকি কর্মস্থলে যেতেও কর্মজীবীরা ভাড়ায় মোটরসাইকেলে চড়ছেন।
মঙ্গলবারসহ গত দুইদিনে নগরীর শাহ আমানত সেতু, নিউমার্কেট মোড়, টাইগারপাস মোড়সহ বিভিন্ন এলাকায় ঘুরে মোটরসাইকেলে চালক ছাড়া কমপক্ষে ২ জন এবং ক্ষেত্রবিশেষে ৩ জন আরোহী নিয়ে চলাচল করতে দেখা গেছে। শাহ আমানত সেতু এলাকা থেকে অনেকেই বিভিন্ন উপজেলায় যাচ্ছেন মোটরসাইকেলে। আবার সকালে সরকারি-বেসরকারি বিভিন্ন অফিস ও কলকারখানায় কর্মরতদের গণপরিবহন না থাকায় রিকশার পাশাপাশি মোটরসাইকেলে চড়তে দেখা গেছে।
পশ্চিম মাদারবাড়ি থেকে মোটরসাইকেলে জামালখানে আসা এনজিও কর্মকর্তা মো. মারুফ সারাবাংলাকে বলেন, ‘মাদারবাড়ি থেকে জামালখান পর্যন্ত রিকশা ভাড়া চায় ১০০ টাকা। আমি ৭০ টাকা দিয়ে মোটরসাইকেলে জামালখান এসেছি। চালক আমিসহ দু’জন নিয়েছিল। রিকশা থেকে কম সময়ের মধ্যে এসেছি। এখন গণপরিবহনও বন্ধ, রিকশার ভাড়াও বেশি, মোটর সাইকেলেও ওঠা যাবে না- তাহলে আমরা অফিসে যাব কিভাবে ?’
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) আরাফাতুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘সিএমপির সিদ্ধান্ত হচ্ছে, জরুরি প্রয়োজনে অবশ্যই মোটরসাইকেল ব্যবহার করা যাবে। কিন্তু চালক ছাড়া মোটরসাইকেলে ২-৩ জন আরোহী থাকলে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানা সম্ভব নয়। এ অবস্থায় ব্যক্তিগত মোটর সাইকেলেও আরোহী বহন নিষিদ্ধ করা হয়েছে। একইভাবে বিভিন্ন রাইড শেয়ারিং অ্যাপসের মাধ্যমে আরোহী বহনও সাময়িক নিষিদ্ধ করা হয়েছে।’
এছাড়া রাইড শেয়ারিং অ্যাপসের মাধ্যমে চলাচলরত মোটরসাইকেলে একটি হেলমেট একাধিক ব্যক্তি ব্যবহার করেন উল্লেখ করে তিনি বলেন, ‘এতে করোনার সংক্রমণের ঝুঁকি বাড়ছে। বিষয়টি কঠোরভাবে নিয়ন্ত্রণের সিদ্ধান্ত হয়েছে।’
সারাবাংলা/আরডি/এসএসএ