সুবর্ণচরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৯ জুন ২০২১ ১৮:০৮
২৯ জুন ২০২১ ১৮:০৮
নোয়াখালী: জেলার সুবর্ণচরে আলাদা দুইটি পানিতে ডোবার ঘটনায় আফছার (২) এবং আরমান (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের চরকাজী মোখলেছ গ্রামে এবং দুপুর ১২টার দিকে উপজেলা সদরে এই দুর্ঘটনা ঘটে।
পরে, তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, খেলতে গিয়ে ঘরের পাশে পুকুরের পানিতে পড়ে যায় আফছার।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাব্বির আহমেদ বলেন, শিশুটি স্বাস্থ্যকেন্দ্রে আনার আগেই মারা গেছে। অতিরিক্ত পানি পেটে প্রবেশ করায় এমনটি হয়েছে। এছাড়াও, আরেক শিশু আরমানের মৃত্যুর বিষয়টিও সারাবাংলাকে নিশ্চিত করেন তিনি।
সারাবাংলা/একেএম