Tuesday 14 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একদিনে দ্বিতীয় সর্বোচ্চ ৭৬৬৬ সংক্রমণ ও ১১২ মৃত্যুর রেকর্ড

সারাবাংলা ডেস্ক
২৯ জুন ২০২১ ১৭:৪৭ | আপডেট: ২৯ জুন ২০২১ ১৮:১১

ফাইল ছবি

আগের দিনের তুলনায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বেড়েছে। গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা ছিল ১১২ জন, যা এখন পর্যন্ত একদিনে দ্বিতীয় সর্বোচ্চ। গত পরশু রোববার (২৭ জুন) একদিনে সর্বোচ্চ ১১৯ এবং এর আগে গত ১৯ এপ্রিলে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ ১১২ জন মারা গিয়েছিলেন করোনা সংক্রমণ নিয়ে। গত ২৪ ঘণ্টায় ফের ১১২ জন মারা গেলেন। এ নিয়ে টানা তৃতীয় দিনও করোনা সংক্রমণে শতাধিক মৃত্যু হলো দেশে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে ৭ হাজার ৬৬৬ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। গতকাল সোমবারই (২৮ জুন) একদিনে ৮ হাজার ৩৬৪ জন শনাক্তের রেকর্ড হয়েছিল। এরপর গত ২৪ ঘণ্টার শনাক্ত সংখ্যাই দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। আর গত ৭ এপ্রিল তৃতীয় সর্বোচ্চ ৭ হাজার ৬২৬ জনের শরীরে এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছিল। গত ২৪ ঘণ্টার সংক্রমণ নিয়ে দেশে করোনার সংক্রমণ ৯ লাখ পেরিয়ে গেল।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার সংক্রমণের তথ্য তুলে ধরা হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৫৬৫ ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা হয়েছে। এসব ল্যাবে ৩২ হাজার ৬৫৯টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে ৩১ হাজার ৯৮২টি নমুনা। এই সংখ্যা আগের দিনের তুলনায় প্রায় চার হাজার কম। গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষা মিলিয়ে দেশে ৬৫ লাখ ৭৩ হাজার ৮২২টি নমুনা পরীক্ষা হলো।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা নমুনার ৭ হাজার ৬৬৬টিতে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা সংক্রমণ শনাক্ত হলো ৯ লাখ ৪ হাজার ৪৩৬ জনের শরীরে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৩ দশমিক ৯৭ শতাংশ। আর এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।

বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টায় যে ১১২ জন মারা গেছেন, তা নিয়ে দেশে করোনা সংক্রমণ নিয়ে মোট মৃত্যু হলো ১৪ হাজার ৩৮৮ জনের। সংক্রমণ বিবেচনায় শনাক্তের হার ১ দশমিক ৫৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৬৭ জন, নারী ৪৫ জন। তাদের ১৩ জন বাসা ও ৯৮ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়।

এই ১১২ জনের মধ্যে অর্ধেকেরও বেশি— ৬১ জনের বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ২৪ জনের বয়স ৫১ থেকে ৬০ বছর, ১৪ জনের বয়স ৩১ থেকে ৪০ বছর, ১০ জনের বয়স ৪১ থেকে ৫০ বছর। এর বাইরে ২১ থেকে ৩০ বছর বয়সী দুই জন এবং ১১ থেকে ২০ বছর বয়সী একজনের করোনা সংক্রমণ নিয়ে মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়।

বিভাগভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত কয়েকদিনের মতোই খুলনা বিভাগে করোনা সংক্রমণ নিয়ে মৃত্যুর আধিক্য রয়েছে। গত ২৪ ঘণ্টাতেও সর্বোচ্চ ৩৫ জন মারা গেছেন খুলনা বিভাগে। দ্বিতীয় সর্বোচ্চ ২২ জন ঢাকায় ও তৃতীয় সর্বোচ্চ ২১ জন রাজশাহী বিভাগে মারা গেছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ১৬ জন ও রংপুর বিভাগে মারা গেছেন ১০ জন। এর বাইরে ময়মনসিংহ বিভাগে চার জন, বরিশাল বিভাগে তিন জন ও সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় একজন মারা গেছেন করোনা সংক্রমণ নিয়ে।

সারাবাংলা/টিআর

করোনাভাইরাস কোভিড-১৯

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর