Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শতবর্ষে চীনের কমিউনিস্ট পার্টি

আন্তর্জাতিক ডেস্ক
২৯ জুন ২০২১ ১৭:৪৯ | আপডেট: ২৯ জুন ২০২১ ১৯:৫২

চীনের কমিউনিস্ট পার্টির ১০০ বছর পূর্তির আনুষ্ঠানিকতা শুরু হয়েছে ২৯ জনকে সম্মাননা জানানোর মধ্য দিয়ে। এবারে মর্যাদাপূর্ণ ১ জুলাই মেডেল পাওয়াদের মধ্যে রয়েছেন তিব্বত এবং শিনজিয়াংয়ে কর্মরত কয়েকজন কর্মকর্তা এবং সেনা সদস্য।

মঙ্গলবার (২৯ জুলাই) বেইজিংয়ের গ্রেট হলে এই পুরস্কার ঘোষণা করা হয়।

এ সময় প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, চীনের অখণ্ডতা রক্ষায় অসামান্য অবদান রাখায় পার্টির পক্ষ থেকে তাদেরকে এই সম্মাননা জানানো হচ্ছে। এছাড়াও, চীনের জাতিরাষ্ট্র এবং মানবিক উন্নয়নের ইতিহাসে কমিউনিস্ট পার্টি এক গৌরবজ্জ্বল অধ্যায় সংযুক্ত করেছে বলে উল্লেখ করেন তিনি।

প্রসঙ্গত, ১৯২১ সালের ১ জুলাই যুদ্ধ এবং দারিদ্র্যপীড়িত চীনে কমিউনিস্ট পার্টি যাত্রা শুরু করে। ১৯৪৯ সালে জাতীয়তাবাদী নেতা চিয়াং কাই শেকের কাছ থেকে রাষ্ট্র ক্ষমতা দখল করে নেয় দলটি। তারপর থেকে এখন অবধি চীনের শাসনক্ষমতা পার্টির হাতে। একবিংশ শতকে পৃথিবীর বিভিন্ন দেশের ক্ষমতায় থাকা হাতে গোনা কয়েকটি কমিউনিস্ট পার্টির মধ্যে তারা অন্যতম।

২০১৯ সালের এক হিসাব অনুযায়ী চীনের কমিউনিস্ট পার্টির সদস্য সংখ্যা ৯ কোটি ১৯ লাখ। যা দেশটির মোট জনসংখ্যার ৬.৬ শতাংশ।

এদিকে, ১০০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ জুলাই জমকালো আয়োজনের ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন দলটি।

সারাবাংলা/একেএম

চীনের কমিউনিস্ট পার্টি টপ নিউজ শতবর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর