Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যমুনা ব্যাংক ও সোনারগাঁ হোটেলের চুক্তি সই

সারাবাংলা ডেস্ক
২৯ জুন ২০২১ ১৬:৪৭ | আপডেট: ২৯ জুন ২০২১ ১৭:০৬

দেশের শীর্ষ স্থানীয় ব্যাংক যমুনা ব্যাংক লিমিটেডের সঙ্গে ঢাকা সিটির প্রাণকেন্দ্রে অবস্থিত পাঁচ তারকা মানের হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁ ঢাকা হোটেলের একটি চুক্তি সই হয়েছে। যমুনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান চৌধুরী ও প্যান প্যাসিফিক সোনারগাঁ ঢাকা হোটেলের ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার আশিফ আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

এ চুক্তির আওতায় যমুনা ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা প্যান প্যাসিফিক সোনারগাঁ ঢাকা হোটেল এর ক্যাফে বাজার রেস্টুরেন্টে BOGO অফারের মাধ্যমে বছরব্যাপী একটি কিনলে একটি ফ্রি সুবিধা পাবেন। এটি শুধুমাত্র বাফেটে-এ সকালের নাস্তা, দুপুরের খাবার ও রাতের খাবারের ক্ষেত্রে প্রযোজ্য।

বিজ্ঞাপন

এসময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিটিও এ.কে.এম. আতিকুর রহমান, কার্ড ডিভিশনের প্রধান কর্মকর্তা, প্যান প্যাসিফিক সোনারগাঁ ঢাকা হোটেলের বিক্রয় এবং বিপনন বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ফারিয়াজ মোরশেদ চৌধুরী ও প্যান প্যাসিফিক সোনারগাঁ ঢাকা হোটেলের সহকারী পরিচালক কাজী মোয়াজ্জেম হোসেন।

সারাবাংলা/এসএসএ

যমুনা ব্যাংক সোনারগাঁ হোটেল

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর