Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে বনভূমি ২৩ লাখ হেক্টর, আয়তনের ১৫.৫৮ শতাংশ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২১ ১৫:৪৬

ঢাকা: বন পরিবেশ, ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী বলেছেন, ‘বর্তমানে দেশে বনের পরিমাণ প্রায় ২৩ লাখ হেক্টর। যা মোট আয়তনের ১৫.৫৮ শতাংশ।

মঙ্গলবার (২৯ জুন) ময়মনসিংহ-১১ আসনের সংসদ সদস্য কাজিম উদ্দিন আহমেদের প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদে এ তথ্য জানান। তবে বনভূমির পরিমাণ কম থাকলেও বৃক্ষ আচ্ছাদিত ভূমির পরিমাণ মোট আয়তনের ২২.৩৭ শতাংশ বলেও জানান মন্ত্রী।

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সামাজিক বনায়নের আওতায় এখন পর্যন্ত এক লাখ ৫১১.৭৮ হেক্টর উডলট ও ব্লক বাগান এবং ৭৪ হাজার ৭৬৫.৩৬ কিলোমিটার স্ট্রিপ বাগান সৃষ্টি করা হয়েছে।’

বাগান সৃষ্টির কারণে গত ১০ বছরে এক লাখ ২৫ হাজার ৬৯১ জন ব্যক্তি লাভবান হয়েছেন বলেও সংসদকে জানান মন্ত্রী।

সারাবাংলা/এএইচএইচ/এমও

বনভূমি সামাজিক বনায়ন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর