তাপসের প্ররোচনায় ব্যাংক হিসাব জব্দ করেছে দুদক: সাঈদ খোকন
২৯ জুন ২০২১ ১৩:০২ | আপডেট: ২৯ জুন ২০২১ ১৫:৩৬
ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকন অভিযোগ করেছেন, বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপসের প্ররোচনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ করেছে।
মঙ্গলবার (২৯ জুন) সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
সাঈদ খোকন বলেন, আমার ও আমার পরিবারের যে ৮ ব্যাংক হিসাব (৭ কোটি ৬২ লাখ ৭৪ হাজার ৬০৩ টাকা) বন্ধের নির্দেশ দিয়েছে দুদক, সেটি বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপসের প্ররোচনায় করা হয়েছে। তাপস তার ব্যর্থতা ঢাকতে বারবার আমার বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছে। এখন দুদককে ব্যবহার করে মামলা দিয়েছে। আমার মা ফাতেমা হানিফ, স্ত্রী ফারহানা আলম ও বোন শাহানা হানিফের আটটি ব্যাংক হিসাব ফ্রিজের (অবরুদ্ধ) নির্দেশ দিয়েছে বিচারিক আদালত।
সাবেক এই মেয়র বলেন, দুদক তদন্ত করলে আমার ও আমার পরিবারের কোনো আপত্তি নেই। আমি অ্যাকাউন্টগুলো চালু করার দাবি জানাচ্ছি। নয়তো আমার পরিবার এবং আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাবে। কর্মচারীদের বেতন দিতে পারবো না, আমাদের চলাও কষ্টকর হবে। এছাড়া সন্দেহের বশবর্তী হয়ে একজন সম্মানিত মানুষের সম্মান ক্ষুণ্ণ করা কোনোভাবেই কাম্য হতে পারে না। ঢাকার শেষ সর্দার মালেক সর্দারের কন্যা, ঢাকার প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের স্ত্রী লাঞ্ছিত হবে, এটা ঢাকাবাসী মেনে নেবে না।
উল্লেখ্য, ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার এ আদেশটি দেন।
আরও পড়ুন:
সাঈদ খোকনের মা, স্ত্রী ও বোনের ৮টি ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ
সারাবাংলা/এসজে/এএম