মগবাজারে বিস্ফোরণ: অজ্ঞাতদের বিরুদ্ধে পুলিশের মামলা
সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২১ ১২:২৮ | আপডেট: ২৯ জুন ২০২১ ১৪:১৬
২৯ জুন ২০২১ ১২:২৮ | আপডেট: ২৯ জুন ২০২১ ১৪:১৬
ঢাকা: রাজধানীর মগবাজারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে রমনা থানায় একটি মামলা করেছে।
মঙ্গলবার (২৯ জুন) সকালে এই মামলা করে পুলিশ। রমনা বিভাগের উপ কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
মগবাজারে ভয়াবহ বিস্ফোরণ, পুলিশের তদন্ত কমিটি গঠন
তিনি বলেন, ‘মামলা হয়েছে। সেই মামলার তদন্ত চলছে। আরও অনেক কমিটি কাজ করছে বিস্ফোরণের কারণ জানতে। সব মিলে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া সম্ভব হবে।’
উল্লেখ্য, রোববার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে সাতটায় মগবাজারের একটি ভবনে বিস্ফোরণে ঘটে। বিস্ফোরণের শব্দে আশেপাশের বেশ কয়েকটি ভবন এবং কয়েকটি যাত্রীবোঝাই বাস ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের ঘটনায় সাত জন নিহত এবং অর্ধশত আহত হয়েছেন।
সারাবাংলা/ইউজে/এমও