Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যক্তিগত যানবাহনে শিমুলিয়া ঘাটে আসছে ঘরমুখী যাত্রীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২১ ১১:২৩

মুন্সীগঞ্জ: কঠোর লকডাউনকে সামনে রেখে সীমিত লকডাউনের মধ্যেও ঘরে ফেরা মানুষের স্রোত বাড়ছেই। মঙ্গলবার (২৯ জুন) সকালেও ঘাট এলাকায় যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। বাস বন্ধ থাকায় ব্যক্তিগত যানবাহন ভাড়া নিয়ে শিমুলিয়া ঘাটে পৌঁছাচ্ছে তারা।

এদিকে ঘাটে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের চেকপোস্ট থাকলেও স্বাস্থ্যবিধি মানতে যাত্রীদের ওপর কোনো চাপ করতে দেখা যায়নি তাদের। ফেরিতে ওঠার মুখে ভিড় ঠেলা যাত্রীদেরও মাস্ক পড়তে দেখা যায়নি। প্রশাসনের সামনে দিয়েই মাস্ক ছাড়াই ফেরিতে উঠছে যাত্রীরা।

বিজ্ঞাপন

বিআইডাব্লিউটিসি শিমুলিয়াঘাটে সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ জানান, লকডাউনকে কেন্দ্র করে ঘাটে মানুষ আসছে। শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে বর্তমানে মোট ১৪টি ফেরি সচল রয়েছে। ঘাট এলাকায় পারাপারের জন্য অপেক্ষায় রয়েছে দুই শতাধিক গাড়ি। সিরিয়াল অনুযায়ী সব গাড়ি পার করা হবে।

তিনি জানান, যাত্রী পারাপারের বিষয়ে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা নেই। যারা ঘাটে আসছে তারা পার হতে পারছে।

সারাবাংলা/এএম

টপ নিউজ শিমুলিয়া ঘাট

বিজ্ঞাপন

৫ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ
৯ জানুয়ারি ২০২৫ ১৬:১৬

আরো

সম্পর্কিত খবর