Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফতুল্লায় চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২১ ০৯:০৮ | আপডেট: ২৯ জুন ২০২১ ১২:৩১

নারায়ণগঞ্জ: জেলার ফতুল্লায় রাজা নামে এক চালককে গলা কেটে ও ছুরিকাঘাতে হত্যার পর অটোরিকশাটি নিয়ে গেছে ছিনতাইকারীরা। মঙ্গলবার ভো‌রে (২৯ জুন) ইসদাইর ওসমানী স্টেডিয়ামের সামনে এ ঘটনা ঘটে। নিহত রাজা মাসদাইর কাজীবাড়ি এলাকার বাসিন্দা।

নিহতের পরিবারের বরাত দিয়ে ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন জানান, গত কয়েকদিন আগে স্ত্রী মারা যাওয়ায় ছোট সন্তানদের দেখাশোনার কারণে রাতের বেলায় অটোরিকশা চালাতো সে। ধারণা করা হচ্ছে রাতে ওসমানী স্টেডিয়ামের সামনে দিয়ে যাওয়া পথে অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে ধস্তাধস্তির একপর্যায়ে তাকে গলাকেটে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়।

বিজ্ঞাপন

হত্যার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার করার জন্য পুলিশের অভিযান চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সারাবাংলা/এমও

অটোরিকশা ছিনতাই চালক খুন

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর