Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাষাঢ়ায় দুই গ্রুপের সংঘর্ষে অজ্ঞাত যুবকের মৃত্যু, আহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২১ ০৮:৪৮

নারায়ণগঞ্জ: জেলা শহরের চাষাঢ়ায় মাদক বিক্রি করা নিয় দুই গ্রুপের সংঘর্ষে অজ্ঞাত যুবক নিহত হ‌য়ে‌ছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরও চারজন। সোমবার (২৯ জুন) রাতে চাষাঢ়া রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, চাষাঢ়ায় মাদকের স্পটটি পরিচালনা করতো মানিক ও শামীম। সেখানে কয়েকদিন ধরেই মাদক ব্যবসাটি নিয়ন্ত্রণে নিতে ইসদাইর বুড়ির দোকান এলাকার জুয়েল ও সোহাগ তাদের মারধর করে। এ নিয়ে তাদের মধ্যে কয়েকদিন ধরেই উত্তেজনা বিরাজ করছিল।

বিজ্ঞাপন

রাতে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে একে অন্যের ওপর হামলা চালায়। এসময় অজ্ঞাত পরিচয় যুবকসহ চারজন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে তার মৃত্যু হয়। আহত জুয়েল, সোহাগ ও জামানকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন শান্ত। এ ঘটনায় ১জন নিহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে বলেও জানান তিনি।

সারাবাংলা/এমও

যুবকের মৃত্যু সংঘর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর