শপথ নিলেন পাপুলের আসনের নতুন এমপি নুর উদ্দিন
২৮ জুন ২০২১ ১৯:০৫ | আপডেট: ২৯ জুন ২০২১ ০০:৪৬
ঢাকা: জাতীয় সংসদের ২৭৫তম আসন তথা লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন আওয়ামী লীগের নুর উদ্দিন চৌধুরী নয়ন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাজী শহিদ ইসলাম পাপুল এই আসনে নির্বাচিত হয়েছিলেন। কুয়েতের একটি আদালতে কারাদণ্ডে দণ্ডিত হওয়ায় তার সংসদ সদস্যপদ শূন্য হয়েছিল।
সোমবার (২৮ জুন) জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে শপথ বাক্য পাঠ করান নুর উদ্দিন চৌধুরী নয়নকে। শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান।
শপথ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আনোয়ার হোসেন খান এবং এ কে এম শাহাজাহান কামাল উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণ শেষে নুর উদ্দিন চৌধুরী নয়ন রীতি অনুযায়ী শপথ বইয়ে সই করেন। এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে, মানবপাচারের মামলায় গত ২৮ জানুয়ারি কাজী শহিদ ইসলাম পাপুলকে চার বছরের কারাদণ্ড দেন কুয়েতের একটি ফৌজদারি আদালত। পাশাপাশি ৫৩ কোটি ১৯ লাখ ৬২ হাজার টাকা জরিমানা করা হয় তাকে। পরে তার সাজা বাড়িয়ে ৭ বছর করা হয়। গত বছরের ৬ জুন কুয়েতের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) পাপুলকে সেই দেশে অবস্থানরত অবস্থায় গ্রেফতার করেছিল।
এরপর ২৮ জানুয়ারি থেকে পাপুলের সংসদ সদস্যপদ শূন্য দেখিয়ে গত ২২ ফেব্রুয়ারি সংসদ সচিবালয় প্রজ্ঞাপন জারি করে। ওই প্রজ্ঞাপনে বলা হয়, কুয়েতে ফৌজদারি অপরাধে চার বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হওয়ায় লক্ষ্মীপুর-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য শহিদ ইসলাম বাংলাদেশের সংবিধানের ৬৬ (২) (ঘ) অনুচ্ছেদের বিধান অনুযায়ী সংসদ সদস্য পদে থাকার যোগ্য নয়। সেই কারণে সংবিধানের ৬৭ (১) (ঘ) অনুচ্ছেদ অনুযায়ী রায় ঘোষণার তারিখ ২৮ জানুয়ারি থেকে তার আসন শূন্য হয়েছে।
শুরুতে ১১ এপ্রিল ভোটগ্রহণের দিন নির্ধারণ করে এই আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। পরে করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে নির্বাচন পেছানো হয়। গত ২১ জুন অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী নুর উদ্দিন চৌধুরী নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ২২ হাজার ৫৪৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী শেখ মোহাম্মদ ফায়িজ উল্যাহ লাঙ্গল প্রতীক নিয়ে পান ১ হাজার ৮৮৬ ভোট। আজ শপথ নেওয়ার পর আনুষ্ঠানিকভাবে এই আসনের এমপি হলেন নুর উদ্দিন চৌধুরী নয়ন।
আরও পড়ুন-
আরও পড়ুন-
- পাপুলের এমপি পদ শূন্য ঘোষণা
- কুয়েতে মানবপাচার: এমপি পাপুলের কারাদণ্ড
- পাপুলের স্ত্রী-মেয়ের জামিন বাতিলে হাইকোর্টের রুল
- পাপুলের ৩৫৫ কোটি টাকার সন্ধান, সিআইডির মামলা
- পাপুলসহ আরও ৮ জনের ৫৩ ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ
- পাপুলের স্ত্রী-মেয়ের অর্থপাচার: বাংলাদেশ ব্যাংকের নথি তলব
- পাপুলের ৬১৭ ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ, সম্পত্তি ক্রোকের নির্দেশ
- পাপুলের সম্পদ অনুসন্ধানে ধীরগতি, তার বিরুদ্ধে যত অভিযোগ!
- পাপুলের স্ত্রী-মেয়ের নথি জালিয়াতি, ২ মাসের মধ্যে তদন্তের নির্দেশ
- ‘ফ্রিজ’ হচ্ছে পাপুলের সব অ্যাকাউন্ট, দেশে ফেরানো নিয়ে আলোচনা
- মানব পাচারের অভিযোগ: লক্ষ্মীপুরের এমপি পাপুল কুয়েতে গ্রেফতার
সারাবাংলা/এএইচএইচ/টিআর
কাজী শহিদ ইসলাম পাপুল নুর উদ্দিন চৌধুরী নয়ন লক্ষ্মীপুর-২ উপনির্বাচন শপথ গ্রহণ