মগবাজারে ভয়াবহ বিস্ফোরণ, পুলিশের তদন্ত কমিটি গঠন
২৯ জুন ২০২১ ০০:২৫ | আপডেট: ২৯ জুন ২০২১ ১১:৩৮
ঢাকা: রাজধানীর মগবাজারে শরমা হাউস ও বেঙ্গল মিটের আউটলেটে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় সাত সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ। ঢাকার মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামানকে এই তদন্ত কমিটির প্রধান করা হয়েছে।
সোমবার (২৮ জুন) রাতে পুলিশ সদর দরফতরের এআইজি মোহাম্মদ আয়ুব হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিআইডি’র বিশেষ পুলিশ সুপার (ফরেনসিক), সিটি-এসবির বিশেষ পুলিশ সুপার (পূর্ব), অ্যান্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার (বোম্ব ডিসপোজাল ইউনিট), এয়ারপোর্ট আর্ম পুলিশ ব্যাটালিয়নের সহ-অধিনায়ক, ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) ও বিস্ফোরক পরিদফতরের উপ-প্রধান বিস্ফোরক পরিদর্শক।
তদন্ত কমিটিকে ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করে আগামী সাত কর্মদিবসের মধ্যে সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, সোমবার (২৮ জুন) বেলা ১১টায় মগবাজার বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ একটি তদন্ত কমিটি গঠনের কথা বলেন। তার প্রেক্ষিতেই এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সারাবাংলা/ইউজে/এনএস