খেলাপি হওয়ায় ব্যাংকের পদ হারালেন রন সিকদার
২৯ জুন ২০২১ ০০:১১ | আপডেট: ২৯ জুন ২০২১ ০০:১৩
ঢাকা: ঋণ খেলাপি হওয়ায় ন্যাশনাল ব্যাংকের পরিচালক পদ হারালেন রন হক সিকদার। তিনি ন্যাশনাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান জয়নুল হক সিকদারের ছেলে।
সোমবার (২৮ জুন) রাতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে সিরাজুল ইসলাম বলেন, বাংলাদেশ ব্যাংক তার (রন হক সিকদার) পরিচালক পদের মেয়াদ বাড়ানোয় সম্মতি দেয়নি। এ সিদ্ধান্ত জানিয়ে গতকাল রোববার (২৭ জুন) ন্যাশনাল ব্যাংককে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
উল্লেখ্য, গত রোববার ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর ছাড়পত্র না থাকায় তার পরিচালক পদের মেয়াদ বাড়াতে সম্মতি দেয়নি বাংলাদেশ ব্যাংক। এর আগে ন্যাশনাল ব্যাংকের দুজন পরিচালক কেন্দ্রীয় ব্যাংকের কাছে তাদের পরিচালক পদের মেয়াদ বৃদ্ধির আবেদন করেন। তাদের মধ্যে রন হক সিকদার ঋণখেলাপি হওয়ায় তার পরিচালক পদের মেয়াদ বাড়ানো হয়নি। অন্যদিকে পরিচালক পারভিন হক সিকদারের মেয়াদ আরও তিন বছর বাড়ানো হয়েছে।
সারাবাংলা/জিএস/এনএস