Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সব এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দিতে হবে টোল

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২১ ২১:২৮

ঢাকা: দেশের সব সড়কে টোল আদায় করা যাবে না। তবে এলিভেটেড এক্সপ্রেসওয়ের সবগুলোতে টোল নিতে হবে- এরকম নিয়ম রেখে সড়কে শৃঙ্খলা ফেরাতে ‘মহাসড়ক আইন-২০২১’-এ চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার (২৮ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে আইনটিতে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

নির্মাণ ব্যয় উঠে যাওয়ার পরেও সেতু থেকে টোল আদায়, সেতুর নির্মাণ কাজ শেষ হলেও টোল আদায় শুরু না করা, আবার যেসব স্থান থেকে টোল আদায় করা হয়েছে বা হচ্ছে সেখানেও নিয়ম মানা হচ্ছে না। এমন দৃশ্য রয়েছে দেশের সেতু, হাট-বাজার কিংবা সড়ক-মহাসড়ক থেকে সব পর্যায়ে। এসব অনিয়ম-অসঙ্গতি দূর করার পাশাপাশি শৃঙ্খলা ফেরাতে স্পষ্ট দিক-নির্দেশনা দেওয়া হয়েছে ‘মহাসড়ক আইন-২০২১’-এ।

বিজ্ঞাপন

মহাসড়কে টোল আদায়, রক্ষণাবেক্ষণ এবং ড্রেন, কালভার্ট, সেতু নির্মাণ এবং সংস্কারের উদ্দেশ্যে প্রণয়ন করা খসড়া আইনটিতে কী কী রয়েছে- মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে তার বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, ‘হাইওয়ে অ্যাক্ট নামে ১৯২৫ সালে একটা আইন প্রণয়ন করা হয়। এরপর থেকে সড়ক সংক্রান্ত কোনো আইন করা হয়নি। পুরনো আইনটি রহিত করে মহাসড়ক নির্মাণ, উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা, অবাধ, সুশৃঙ্খলা ও নিরাপদ যান চলাচলের নির্দেশনা থাকছে।’

সড়ক মহাসড়কে চলাচল, রক্ষণাবেক্ষণে নিয়ম, নিয়ন্ত্রণের পাশাপাশি টোল আদায় প্রসঙ্গে সুস্পষ্ট উল্লেখ রয়েছে। মন্ত্রিপরিষদ সচিব জানান, ‘সড়ক-মহাসড়ক, সেতু ও এক্সপ্রেসওয়েতে বিধি নিয়ে টোল আদায় করা হবে। সব সড়কে টোল আদায় করা যাবে না। তবে এলিভেটেড এক্সপ্রেসওয়ের সবগুলোতে টোল নিতে হবে। বাংলাদেশে সরকারি- বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) আওতায় যে প্রকল্প বাস্তবায়ন হবে সেগুলোতে টোল দিয়ে চলাচল করতে হবে। কোন সড়কে কী পরিমাণ টোল আদায় হবে কিংবা এর সময়সীমা কত হবে তা নির্ধারণ করবে সেতু বিভাগ।’

বিজ্ঞাপন

তিনি জানান, কোনো সড়ক বা মহাসড়কে কে প্রবেশ করবে, কে প্রবেশ করতে পারবে না, আবার কোনটা মহাসড়কের সঙ্গে এক্সপ্রেসওয়ে হিসেবে ঘোষণা করা হবে তা সরকার গেজেট দিয়ে জানিয়ে দেবে। আইন অমান্য করলে দুই বছর পর্যন্ত কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত দণ্ডের বিধান রাখা হয়েছে।’

সারাবাংলা/জেআর/পিটিএম

এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর