Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিধিনিষেধ না মানলে আইনগত ব্যবস্থা’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২১ ২০:২২

ফাইল ছবি

ঢাকা: জনগণ স্বাস্থ্যবিধি মেনে চললে লকডাউন বা শাটডাউন কোনোটার প্রয়োজন হতো না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, যেহেতু জনগণ সেটি ঠিকমত অনুসরন করেনি, তাই সরকারকে কঠোর লকডাউনে যেতে হচ্ছে। এবার যদি এর কেউ ব্যতয় ঘটায় তাহলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (২৮ জুন) নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, ‘সরকারকে জীবন ও জীবিকা রক্ষায় সমন্বয় করে পদক্ষেপ নিতে হচ্ছে। সাম্প্রতিক ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট- যেটাকে ডেল্টা ভ্যারিয়েন্ট বলা হচ্ছে, সেটা আসার কারণে দেশে দ্রুত করোনা ছড়াচ্ছে।’

করোনাভাইরাস জাতির জন্য একটি দুর্যোগ উল্লেখ করে তিনি বলেন, ‘এই দুর্যোগ মোকাবিলায় যখন, যেখানে যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন সরকার তাই নিচ্ছে। আইন শৃঙ্খলাবাহিনী আইন প্রয়োগ করবে। আইন শৃঙ্খলাবাহিনীর সঙ্গে বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে।’

সাংবাদিকদের প্রশ্ন ছিল, তাদের বিচারিক ক্ষমতা দেওয়া হবে কি না?- এর জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘এ ধরনের পপরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়া হ য়না। যেখানে প্রয়োজন সেখানে সেনাবাহিনীর সদস্যরা দেশ রক্ষায় কাজ করেন। বিভিন্ন দুর্যোগ-দুর্বিপাকে সেনাবাহিনীর সদস্যরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।’

সারাবাংলা/জেআর/পিটিএম

ড. হাছান মাহমুদ তথ্য ও সম্প্রচারমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর