Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরিচালক সুজন রিমান্ডে, মডেল নাদিয়া কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২১ ২০:০৩

ঢাকা: রাজধানীর বাড্ডা থানাধীন এলাকায় সাইবার পর্নোগ্রাফি ও ব্ল্যাকমেইলের অভিযোগে গ্রেফতার পরিচালক সুজন বড়ুয়ার একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৮ জুন) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদ রিমান্ডের এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত ইন্টারনেট রেফারেল টিম (সিটিটিসি) উপ-পুলিশ পরিদর্শক শারমিন সুলতানা আসামি সুজন বড়ুয়াকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে।

একই মামলায় গত ২৭ জুন মডেল নাদিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার আরেক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।

গত ২৭ জুন মডেল নাদিয়া ও পরিচালক সুজনকে বিরুদ্ধে সাইবার পর্নোগ্রাফি ও ব্ল্যাকমেইলের অভিযোগে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের কাছে থেকে প্রাপ্ত ডিভাইস এ ব্ল্যাকমেইলকৃত আইডি ও ভিডিও উদ্ধার করা হয়।

জানা য়ায়, বেশ কিছুদিন আগে সুজন বড়ুয়া (৪৩) নামের একজন ফিল্ম মেকার উঠতি মডেল নাদিয়া প্রিয়াকে (২১) একজন প্রযোজকের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এই পরিচয়ের পরিপ্রেক্ষিতে প্রযোজক ও নাদিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠে। কিন্তু নাদিয়া কৌশলে প্রযোজকের গোপন ভিডিও ধারণ করে রাখে। এর মাস খানেক পর থেকে একটি ফেসবুক আইডি থেকে ওই ভিডিওর কথা বলে ৬০ লাখ টাকা ও ফ্ল্যাট দাবি করে প্রযোজককে ব্ল্যাকমেইল করা শুরু হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা তাদের অপরাধের কথা স্বীকার করেছে।

সারাবাংলা/এআই/পিটিএম

পরিচালক রিমান্ড

বিজ্ঞাপন

ফিরে দেখা ২০২৪ / ছবিতে বছর ভ্রমণ
১ জানুয়ারি ২০২৫ ০৮:৪৫

আরো

সম্পর্কিত খবর