Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিশোরীকে বিয়ে-তালাক: সেই চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২১ ২১:১১ | আপডেট: ২৯ জুন ২০২১ ০১:০৬

ঢাকা: পটুয়াখালীর জেলার বাউফল উপজেলার ৬ নম্বর কনকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহিন হাওলাদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (২৮ জুন) তাকে বরখাস্তের আদেশ দেওয়া হয়।

সেখানে বলা হয়, সালিশ করতে গিয়ে ক্ষমতার অপব্যবহার করে নাজনিন আক্তার নামে এক অপ্রাপ্ত বয়স্ক (১৪ বছর ২ মাস ১৪ দিন) কিশোরীকে বিয়ে করেন ওই চেয়ারম্যান। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪ (৪) (ঘ) ধারার অপরাধ সংঘটিত করায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সালিশে কিশোরীকে বিয়ে-তালাক: চেয়ারম্যানসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

কেন তাকে চূড়ান্তভাবে অপসারণ করা হবে না তা চিঠি পাওয়ার ১০ কার্যদিবসের মধ্যে তার জবাব সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার (২৫ জুন) ওই কিশোরীকে বিয়ে করেন বাউফল ৬ নম্বর কনকদিয়া ইউনিয়নের চেয়ারম্যান শাহিন হাওলাদার। পরে সমালোচনার মুখে কিশোরীকে তালাকও দেন তিনি।

সারাবাংলা/জেআর/এমও

কিশোরীকে বিয়ে টপ নিউজ সাময়িক বরখাস্ত

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর