Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আর্সেনিক ঝুঁকিতে ৩১ জেলা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২১ ১৯:২০ | আপডেট: ২৮ জুন ২০২১ ২১:২০

ঢাকা: সরকারদলীয় সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহর প্রশ্নের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, দেশে আর্সেনিক ঝুঁকিপূর্ণ ৩১ জেলা।

তিনি আরও বলেন, আসের্নিকের ঝুঁকি থেকে স্থানীয়দের রক্ষায় ওই ৩১ জেলার ১১৭ উপজেলায় এক হাজার ২৯০ ইউনিয়নে প্রায় দুই লাখ আর্সেনিকমুক্ত নিরাপদ পানির উৎস স্থাপনের কাজ চলমান রয়েছে।

এর মধ্যে, এক লাখ ২০ হাজার নলকূপ ইতোমধ্যেই স্থাপন করা হয়েছে। এছাড়াও ৫৪ জেলার ৩৩৫ উপজেলায় তিন হাজার ২০০ ইউনিয়নে আর্সেনিক স্ক্রিনিং কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সোমবার (২৮ জুন) জাতীয় সংসদের প্রশ্নত্তোর পর্বে মন্ত্রী এসব তথ্য জানান।

এসময়, জাতীয় পার্টি থেকে নির্বাচিত সংসদ সদস্য ফখরুল ইমামের প্রশ্নের জবাবে এলজিআরডিমন্ত্রী তাজুল ইসলাম বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাভুক্ত ৩৬ ওয়ার্ডে প্রায় ২০০ প্রতিষ্ঠান ভ্যান সার্ভিসের মাধ্যমে গৃহস্থালির ময়লা-আবর্জনা সংগ্রহ করে আসছে। এক্ষেত্রে সিটি করপোরেশন বাৎসরিক বা মাসিক কোনো বিল আদায় করছে না।

সারাবাংলা/এএইচএইচ/একেএম

৩১ জেলা আর্সেনিক ঝুঁকি এলজিআরডিমন্ত্রী মো. তাজুল ইসলাম

বিজ্ঞাপন

নতুন বছরে টেকনোর নজরকাড়া অফার
৯ জানুয়ারি ২০২৫ ১৮:১০

চমক জয়া আহসান!
৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৫

আরো

সম্পর্কিত খবর