Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একদিনে শনাক্তের নতুন রেকর্ড ৮৩৬৪

সারাবাংলা ডেস্ক
২৮ জুন ২০২১ ১৭:৫৪ | আপডেট: ২৮ জুন ২০২১ ১৮:২৯

ঢাকা: সারাদেশে একদিনে করোনাভাইরাসের (কোভিড-১৯) শনাক্তের নতুন রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে আট হাজার ৩৬৪ করোনা রোগী শনাক্ত হয়েছে। গতকাল শনাক্তের এই সংখ্যা ছিল ৫ হাজার ২৬৮ জন। এদিনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৪ জন। গতকাল করোনায় মৃত্যু হয়েছিল ১১৯ জনের। যা করোনার সংক্রমণ নিয়ে একদিনে মৃত্যুতে রেকর্ড। এর আগ পর্যন্ত একদিনে এত বেশি মানুষ করোনা সংক্রমণ নিয়ে মারা যায়নি।

বিজ্ঞাপন

সোমবার (২৮ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়,  দেশে গত ২৪ ঘণ্টায় আট হাজার ৩৬৪ করোনা রোগী শনাক্ত হয়েছে। এতে করে মোট শনাক্তের সংখ্যা আট লাখ ৯৬ হাজার ৭৭০ জনে দাঁড়িয়েছে। আর গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৪ জন। এতে করে মোট মৃতের সংখ্যা ১৪ হাজার ২৭৬ জনে দাঁড়িয়েছে।

করোনায় মৃত্যুর গড় হার ১ দশমিক ৫৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ৬৮ জন ও নারী ৩৬ জন। এ পর্যন্ত পুরুষ রোগী মারা গেছেন ১০ হাজার ১৮৬ জন ও ৪ হাজার ৯০ নারী রোগীর মৃত্যু হয়েছে। আক্রান্ত বিবেচনায় পুরুষ রোগী মৃত্যুর হার ৭১ দশমিক ৩৫ শতাংশ, নারী রোগীর মৃত্যুর হার ২৮ দশমিক ৬৫ শতাংশ।

বয়স বিবেচনায় দেখা যায়, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারী এই ১০৪ জনের মধ্যে সর্বোচ্চ ৫৮ জনের বয়স ৬০ বছরের বেশি, ২৩ জনের বয়স ৫১ থেকে ৬০ বছর, ১৪ জনের বয়স ৪১ থেকে ৫০ বছর। এছাড়া ৩১ থেকে ৪০ বছর বয়সী চারজন, ২১ থেকে ৩০ বছর বয়সী পাঁচজনের মৃত্যু হয়েছে।

এই ১০৪ জনের মধ্যে সর্বোচ্চ ৩৫ জন মারা গেছেন খুলনা বিভাগে, দ্বিতীয় সর্বোচ্চ ২৭ জন মারা গেছেন ঢাকা বিভাগে। এছাড়া গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৯ জন ও রাজশাহী বিভাগে সাত মারা গেছেন। পাশাপাশি বরিশাল বিভাগে দুইজন, রংপুরে নয়জন এবং ময়মনসিংহ বিভাগে পাঁচজন করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে মারা গেছেন। আর সিলেট বিভাগে আজ (সোমবার) করোনায় কোনো মৃত্যুর খবর নেই।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ৫৭০ জন। এ নিয়ে দেশে মোট ৮ লাখ ৭ হাজার ৬৭৩ জন করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠলেন। সংক্রমণ বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ০৬ শতাংশ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

করোনাভাইরাস মৃত্যু

বিজ্ঞাপন

সিটি ছাড়ছেন কাইল ওয়াকার
১২ জানুয়ারি ২০২৫ ১০:৫১

আরো

সম্পর্কিত খবর