Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‍‍‍‍‘লকডাউনে’ ক্ষতিগ্রস্তদের সহায়তায় ২৩ কোটি টাকা বরাদ্দ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২১ ১৭:২১

ঢাকা: করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে সারাদেশে বিধিনিষেধ চলছে। এই সময়ে কাজ হারানো কিংবা কাজের সুযোগ নেই- এমন ক্ষতিগ্রস্তদের জন্য ২৩ কোটি টাকা মানবিক সহায়তা হিসেবে বরাদ্দ দিয়েছে সরকার। দেশের ৬৪ জেলায় ২৩ কোটি ৬ লাখ ৭৫ হাজার টাকা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এ বরাদ্দ দেওয়া হয়।

সোমবার (২৮ জুন) দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বরাদ্দের শর্তানুযায়ী সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা বরাদ্দকৃত অর্থ ইউনিয়নগুলোতে উপ-বরাদ্দ হিসেবে দেবে। ৩৩৩ নম্বরে ফোন করলে মানবিক সহায়তা পাওয়ার যোগ্য ব্যক্তিদের এই বরাদ্দ থেকে খাদ্য সহায়তা দেওয়া হবে বলে বরাদ্দপত্রে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/পিটিএম

ক্ষতিগ্রস্ত লকডাউন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর