লকডাউনে যানজট বরিশাল নগরীতে
২৮ জুন ২০২১ ১৭:৩৩ | আপডেট: ২৮ জুন ২০২১ ২১:৪৯
বরিশাল: সারাদেশে লকডাউন শুরু হওয়ার খবরে বরিশাল নগরীর বাণিজ্যিক এলাকাসহ প্রধান সড়কগুলোতে অত্যধিক হারে জনসমাগম বেড়ে গেছে। নগরবাসী তাদের প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী কিনতে এসব এলাকায় ভিড় করছেন। হঠাৎ করে নগরীতে যান চলাচল বেড়ে যাওয়া ও সড়কে অবৈধ পার্কিংয়ের ফলে সদর রোড, গির্জা মহল্লা, বাজার রোড, হাটখোলা, পোর্টরোড, চকবাজারে যানজটের সৃষ্টি হয়।
এছাড়া ফুটপাত দখল হয়ে সংকুচিত হওয়ায় সড়কের পথচারীদের অনেককেই মাস্ক না পরে গাদাগাদি করে ঘুরে বেড়াতে দেখা গেছে। নগরবাসীর এ অসচেতনতায় করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণের হার আরও ঊর্ধ্বমুখী হওয়ার শঙ্কা প্রকাশ করছেন স্বাস্থ্যবিদরা।
নগরীর নবগ্রাম রোডের বাসিন্দা জসিম হাওলাদার বলেন, লকডাউন চলাকালে ঘরবন্দি অবস্থায় থাকতে আগেই তিনি প্রয়োজনীয় খাদ্যসামগ্রী কিনতে বের হয়েছেন। কিন্তু সড়কে এত মানুষের ভিড় দেখে খুব অস্বস্তি বোধ করছেন তিনি।
নগরীর রূপাতলী এলাকার যুবক সাইফুল ইসলাম জানান, সামনে লকডাউন শুরু হচ্ছে তাই তাড়াহুড়ো করেই তার মাকে নিয়ে চিকিৎসকের কাছে এসেছেন তিনি। কিন্তু রাস্তায় এত যানজটের কারণে চরম ভোগান্তি পোহাতে হয়েছে বলে জানান এই যুবক।
বরিশালের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জাকির হোসেন মজুমদার বলেন, নগরীতে হঠাৎ করে রোববার (২৭ জুন) থেকে যানবাহনের চাপ বেড়ে গেছে। দুই-একটি সড়কে যান চলাচল নির্বিঘ্ন রাখতে ট্রাফিক বিভাগের সদস্যদের হিমশিম খেতে হয়েছে। এছাড়া চালকরা নিয়ম না মেনে যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা করায় সড়কে জট লাগছে। তাই পরিস্থিতি স্বাভাবিক রাখতে আরও জনবল সংযোজন করা হয়েছে।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস বলেন, জনসমাগম বাড়লেই করোনার সংক্রমণও স্বাভাবিকভাবেই বাড়বে। আমাদের সবার উচিত হবে সরকারের ঘোষিত নিয়ম মেনে চলা। স্বাস্থ্যবিধি মেনে না চললে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।
সারাবাংলা/এনএস