Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিধিনিষেধ মানে সাধারণ ছুটি নয়

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২১ ১৭:০৪ | আপডেট: ২৮ জুন ২০২১ ২২:৪৯

ঢাকা: করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে ১ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ জারি করতে যাচ্ছে সরকার। সাত দিনের এই বিধিনিষেধে অফিস-আদালত বন্ধ থাকলেও কর্মকর্তা-কর্মচারীদের যেকোনো পরিস্থিতিতে নির্দেশনা মানার জন্য প্রস্তুত থাকতে হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার (২৮ জুন) মন্ত্রিপরিষদের বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

বিজ্ঞাপন

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘এই সময়ে ছুটি থাকবে, তবে এটাকে সাধারণ ছুটি বলা যাবে না। কারণ সাধারণ ছুটিতে যারা কাজ করে থাকেন তারা অতিরিক্ত পারিশ্রমিক পেয়ে থাকেন। এই সাতদিন বিধিনিষেধ চলাকালে যে ছুটি থাকবে সে ছুটি সাধারণ ছুটির মতো নয়।’

এই বিধিনিষেধ কি তাহলে লকডাউন?- এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘লকডাউন আর নিষেধাজ্ঞার মধ্যে কিছু পার্থক্য আছে। লকডাউনে সবকিছু বন্ধ রাখতে হয়। কিন্তু সবকিছু বন্ধ করে দিলেতো পারবেন না। অনেক কিছুই খোলা রাখতে হয়।’

তাহলে লকডাউন বা শাটডাউন কিছুই নয়; এটা কি তাহলে নিষেধাজ্ঞা?- জানতে চাইলে তিনি বলেন, ‘দেখা যাক, আমরা এটিকে কী শব্দ বলি। তবে মিনিমাম নিষেধাজ্ঞা আরকি।’

সাত দিন পর এই নিষেধাজ্ঞা বাড়ানোর বিষয়টি বিবেচনায় রয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আমাদের যেটা অভিজ্ঞতা, সেটা হলো- চাঁপাইনবাবগঞ্জ স্ট্রিকলি ব্লক করে দেওয়ায় সংক্রমণ অনেক কমে গেছে। সাতক্ষীরায় ইমপ্রুভ করেছে। যেখানে-যেখানে আমরা মুভমেন্ট রেসস্ট্রিক করে দিয়েছি, সেখানে ইমপ্রুভ করেছে। সরকার যদি মনে করে আরও সাতদিন যেতে হবে, সেটাও বিবেচনায় আছে।’

বিজ্ঞাপন

পোশাক কারখানা ও রফতানিমুখী শিল্পকারখানা খোলা থাকবে কি না সে বিষয়ে কিছু জানাননি খন্দকার আনোয়ারুল। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এগুলো নিয়ে কালকে আমরা বিস্তারিত অর্ডার করে দেবো।’

সারাবাংলা/জেআর/পিটিএম

বিধিনিষেধ সাধারণ ছুটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর