মগবাজারে বিস্ফোরণ: যেকোনো সময় ধসে পড়তে পারে ভবনটি
২৮ জুন ২০২১ ১৬:২২ | আপডেট: ২৮ জুন ২০২১ ১৬:২৯
ঢাকা: রাজধানীর বড় মগবাজারের ৭৯ আউটার সার্কুলার রোডের শরমা হাউজ ও বেঙ্গল মিটের আউটলেটে যে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে এতে ভবনটির বেশ ক্ষতি হয়েছে। যেকোনো সময় ওই ভবনটি ধসে পড়তে পারে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের তদন্ত কমিটির প্রধান পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান।
সোমবার (২৮ জুন) বেলা আড়াইটার দিকে বিস্ফোরণস্থল থেকে আলামত সংগ্রহ শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভবনের ভেতরে জমে থাকা গ্যাসে একটি চেম্বারে পরিণত হয়ে থাকতে পারে। সেই চেম্বারে স্পার্ক জাতীয় কিছু হয়ে বিস্ফোরণ ঘটতে পারে। আমাদের তদন্ত দল আলামত সংগ্রহ করছে। পারিপাশ্বিক অবস্থা ও সংগৃহীত আলামত বিশ্লেষণ শেষে এ ব্যাপারে প্রতিবেদন দাখিল করা হবে।’
জিল্লুর রহমান বলেন, ‘ভবনটির দেয়াল এবং ওপরের ছাদ ভয়াবহ আকারে ক্ষতিগ্রস্ত হয়েছে। পিলারগুলোরও ব্যাপক ক্ষতি হয়েছে। তাই এই ভবনে বসবাস অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ভবনটি যেকোনো সময় ধসে পড়তে পারে।’
আরও পড়ুন
- মগবাজারের বিস্ফোরণে নিহত ৭
- হঠাৎ বিস্ফোরণ, তারপর ধ্বংসস্তূপ [ছবি]
- মগবাজারে বিস্ফোরণ: ৪ সদস্যের তদন্ত কমিটি
- এসি থেকেই বিস্ফোরণের ঘটনা, ধারণা পুলিশ-ফায়ার সার্ভিসের
- মগবাজারে বিস্ফোরণ, দগ্ধ-আহত ১৯ জন ঢামেক হাসপাতালে
- মগবাজারে বিস্ফোরণে জঙ্গি সংশ্লিষ্টতা নেই: ডিএমপি কমিশনার
- ‘মগবাজারের বিস্ফোরণ তদন্তে বোমা ও স্পেশাল ইউনিটের সমন্বয়ে কমিটি’
- মগবাজারে বিস্ফোরণ: দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার দাবি সংসদে
গত রোববার (২৭ জুন) রাতে ভয়াবহ বিস্ফোরণে নারী ও শিশুসহ সাত জন মারা যায়। আহত হয় অন্তত ৬০ জনের মতো। ফায়ার সার্ভিস জানিয়েছে, মোট ৬৬ জনের হাসপাতালে ভর্তির তথ্য পাওয়া গেছে। এর বাইরে অর্ধশতাধিক আহত ব্যক্তি প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
এ ঘটনায় গতকাল রাতেই ফায়ার সার্ভিসের পক্ষ থেকে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির প্রধান করা হয় পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমানকে। সদস্য সচিব করা হয় উপ-পরিচালক (ঢাকা মেট্টো) দেবাশীষ বর্ধণকে। সদস্য করা তিনজনকে। তারা হলেন- ফায়ার সার্ভিসের ঢাকার সহকারী পরিচালক, উপ-সহকারী পরিচালক ও একজন পরিদর্শক।
সারাবাংলা/ইউজে/পিটিএম