Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনলাইনে এনআইডি সেবা পেতে ৭৭ লাখ রেজিস্ট্রেশন, সংসদে আইনমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২১ ১৫:৪৭

ঢাকা: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, অনলাইনে এনআইডি (জাতীয় পরিচয়পত্র) সেবা পেতে দেশের ৭৭ লাখ ৩২ হাজার ৩৬৩ জন রেজিস্ট্রেশন করেছেন। সোমবার (২৮ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে জাতীয় পার্টির সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারীর এ সংক্রান্ত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘এনআইডি অনলাইন সার্ভিস চালু হওয়ার পর ৭৭ লাখ ৩২ হাজার ৩৬৩ জন রেজিস্ট্রেশন করেছেন। সামগ্রিক সেবা সহজিকরণ এবং ভোটার তথ্যের নিরাপত্তার স্বার্থে ফেস ডিটেকশনের মাধ্যমে অনলাইন রেজিস্ট্রেশন সেবা চালু আছে।’

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, ‘এনআইডি সেবা সুচারুরূপে সম্পাদনে থানা/উপজেলা সহকারী নির্বাচন অফিসার ও একজন ডাটা এন্ট্রি অপারেটরের পদ সৃষ্টি করা হয়েছে। এই পদ দুটিতে নিয়োগ প্রক্রিয়া শেষ হলে এনআইডি সেবা আরও গতিশীল হবে।’

এনআইডি সেবা বিকেন্দ্রীকারণ করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘আবেদনের ধরণ অনুযায়ী কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আবেদন নিষ্পত্তির ক্ষমতা দেওয়া হয়েছে। এনআইডি ডাটাবেইজ আপগ্রেডেশন করায় নিরবিচ্ছন্ন সেবা দেওয়া সম্ভব হচ্ছে।’

সারাবাংলা/এএইচএইচ/এমও

অনলাইন সার্ভিস আইনমন্ত্রী এনআইডি সেবা

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর