‘ভারতীয়’ ইয়াবাসহ যুবলীগ নেতা আটক
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২১ ১৫:৩৯ | আপডেট: ২৮ জুন ২০২১ ১৫:৪১
২৮ জুন ২০২১ ১৫:৩৯ | আপডেট: ২৮ জুন ২০২১ ১৫:৪১
লালমনিরহাট: জেলার হাতীবান্ধায় ১০০ পিস ‘ভারতীয়’ ইয়াবাসহ গোতামারী ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা যুবলীগের সদস্য মিজানুর রহমান এবং তার সহযোগী সাজু মিয়াকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৮ জুন) দুপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালতে হাজির করে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে বলে হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক (এসআই) সুকুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রোববার (২৭ জুন) রাতে হাতীবান্ধা উপজেলার পশ্চিম বেজগ্রাম এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে মিজানুর ও সাজুকে আটক করে তাদের দেহ তল্লাশি করলয়ে ১০০ পিস ‘ভারতীয়’ ইয়াবা পাওয়া যায়।
সারাবাংলা/একেএম