Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশি জেরার মুখে মিঠুন

আন্তর্জাতিক ডেস্ক
২৮ জুন ২০২১ ১৪:৩৬ | আপডেট: ২৮ জুন ২০২১ ১৪:৫১

ভারতের কিংবদন্তী চলচ্চিত্র অভিনেতা মিঠুন চক্রবর্তীকে সোমবার (২৮ জুন) ভিডিও কনফারেন্সের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করেছে পশ্চিমবঙ্গের পুলিশ বিভাগ। খবর এএনআই।

এর আগে, ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি যোগ দিয়ে উসকানিমূলক বক্তব্য দিয়েছেন এমন অভিযোগে তার বিরুদ্ধে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট (এফআইআর) করেছিল ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস।

প্রসঙ্গত, ব্রিগেড ময়দানে প্রধানমন্ত্রি নরেন্দ্র মোদির এক নির্বাচনি সমাবেশ থেকে বিজেপিতে যোগ দেওয়ার পর মিঠুন চলচ্চিত্রের সংলাপের মতো করে কিছু বক্তব্য উপস্থাপন করে, নিজেকে ‘জাত গোখরো’ হিসেবে পরিচয় করিয়ে দিয়ে হুমকি দিয়ে বলেছিলেন, তার ‘এক ছোবলেই প্রতিপক্ষ ছবি’ হয়ে যাবে।

যদিও, আখেরে তার এই হুমকি-ধামকি কোনো কাজে আসেনি। তার দল ভারতীয় জনতা পার্টি ২৯৪ আসনের মধ্যে মাত্র ৭৭ আসন লাভ করতে সক্ষম হয়।

সারাবাংলা/একেএম

টপ নিউজ পুলিশি জেরা মিঠুন চক্রবর্তী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর