বিস্ফোরণস্থলে হাইড্রোকার্বন পেয়েছে বিস্ফোরক পরিদফতর
২৮ জুন ২০২১ ১৩:৪৯ | আপডেট: ২৮ জুন ২০২১ ১৩:৫৩
ঢাকা: রাজধানীর মগবাজারের শর্মা হাউজ ও বেঙ্গল মিটের আউটলেটে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় হাইড্রোকার্বনের উপস্থিতি পেয়েছে বিস্ফোরক পরিদফতর। বিস্ফোরক পরিদফতরের একটি দল বিস্ফোরণস্থল পরিদর্শন শেষে একথা জানায়।
সোমবার (২৮ জুন) দুপুর ১টার দিকে বিস্ফোরক পরিদফতরের প্রধান পরিদর্শক প্রকৌশলী আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি বলেন, ‘ঘটনাস্থলে হাইড্রোকার্বনের উপস্থিতি মিলেছে। বিভিন্ন ধরণের গ্যাস জমে এই বিস্ফোরণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আমরা আলামত সংগ্রহ করবো। পরীক্ষা নিরীক্ষা করে কি ঘটেছিল তা জানানো হবে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা আগামী ৭ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে।’
উল্লেখ্য, রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় মগবাজারের একটি ভবনে বিস্ফোরণে ঘটে। বিস্ফোরণের শব্দে আশেপাশের বেশ কয়েকটি ভবন এবং কয়েকটি যাত্রীবোঝাই বাস ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের ঘটনায় সাত জন নিহত এবং অর্ধশত আহত হয়েছেন।
আরও পড়ুন:
- মগবাজারের বিস্ফোরণে নিহত ৭
- হঠাৎ বিস্ফোরণ, তারপর ধ্বংসস্তূপ [ছবি]
- মগবাজারে বিস্ফোরণ: ৪ সদস্যের তদন্ত কমিটি
- এসি থেকেই বিস্ফোরণের ঘটনা, ধারণা পুলিশ-ফায়ার সার্ভিসের
সারাবাংলা/ইউজে/এমও