Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে যাত্রী কম, গাড়ি বেশি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২১ ১৩:৩৩

মুন্সীগঞ্জ: দক্ষিণাঞ্চলে প্রবেশদ্বার নামে খ্যাত শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে গত তিন দিনের চেয়ে যাত্রীর চাপ অনেকটাই কম। তবে যানবাহনের চাপ রয়েছে প্রচুর।

সোমবার (২৮ জুন) সকাল থেকে এই চিত্র দেখা গেছে শিমুলিয়া প্রান্তে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীর চাপ বাড়ারর আশংকা করছে সংশ্লিষ্টরা।

এদিকে ঘাট এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বেশি ছিলো অন্যান্য দিনের চাইতে।

বিআইডাব্লিউটিসি সূত্র জানায়, শিমুলিয়া-বাংলবাজার নৌরুটে বর্তমানে ১৪টি ফেরি চলাচল করছে। ঘাট এলাকায় পারাপারের জন্য অপেক্ষায় রয়েছে ৫ শতাধিক গাড়ি।

মুন্সীগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন সুমন দেব জানান, শিমুলিয়া চৌরাস্তা থেকে ফেরিঘাট পর্যন্ত বেশকিছু চেকপোস্ট রয়েছে। পল্টুনের দু’টি চেকপোস্ট দেওয়া হয়েছে যাতে গাড়িগুলো সারিবদ্ধভাবে ফেরিতে উঠতে পারে। ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলা চেকপোস্টে যাত্রী এবং গাড়িগুলো ফিরিয়ে দেওয়া হচ্ছে এতে পুলিশ প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

সারাবাংলা/এমও

যাত্রী কম শিমুলিয়া-বাংলাবাজার

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর