Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কালীগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২১ ০৯:৩০

লালমনিরহাট: জেলার কালীগঞ্জ উপজেলায় জমির সীমানা নিয়ে সংঘর্ষে নিজাম উদ্দিন টেরা (৮০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে প্রতিবেশি এলাহী বখস ও তার লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।

রোববার (২৭ জুন) বিকেলে উপজেলার কাকিনা ইউনিয়নের উত্তর গোপালরায় এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত নিজাম উদ্দিন একই এলাকার বাসিন্দা।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরজু মো. সাজ্জাদ হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকাবাসী জানান, ঘটনার দিন উভয়ের মাঝে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। এতে বৃদ্ধ নিজাম উদ্দিন বুকে ও মাথায় গুরুতর আঘাত পেয়ে আহত হন। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে রাতেই এলাহী বখস, তার স্ত্রী ও মোরশালীন নামে তিনজনকে আটক করেছে পুলিশ। মামলার প্রস্তুতি চলছে।

সারাবাংলা/এএম

টপ নিউজ পিটিয়ে হত্যা লালমনিরহাট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর