Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মগবাজারে বিস্ফোরণ: ৪ সদস্যের তদন্ত কমিটি

সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২১ ০০:০৮ | আপডেট: ২৮ জুন ২০২১ ১১:৫৭

ঢাকা: ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন বলেছেন, মগবাজারে বিস্ফোরণের ঘটনা তদন্তে চার সদস্যসের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

রোববার (২৭ জুন) রাত পৌনে ১১ টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করে ফায়ারের ডিজি এ তথ্য জানান।

এ সময় তিনি বলেন, ‘ভবনের পিলার ক্ষতিগ্রস্ত হয়েছে। যেখানে বিস্ফোরণ হয়েছে সেখানকার ছাদও ধ্বসে পড়েছে। এই ভবন এখন আর বসবাসের উপযোগী নয়।’ তিনি জানান, গ্যাস জাতীয় কোনো কিছু থেকে বিস্ফোরণ ঘটতে পারে।

এক প্রশ্নের জবাবে সাজ্জাদ হোসেন বলেন, ‘আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬০ জনেরও বেশি। তিনজনের বেশির মৃত্যুর খবর এখনও আমার জানা নেই।’

এর আগে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম ঘটনাস্থলে এসে বলেন, ‘বিস্ফোরণে এখন পর্যন্ত সাত জন নিহত এবং ৫০ জনের মতো আহত হয়েছেন। ঘটনা কীভাবে ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে আলামত সংগ্রহ করছে।’

সারাবাংলা/ইউজে/পিটিএম

টপ নিউজ তদন্ত কমিটি মগবাজার বিস্ফোরণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর