Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সব ধরনের মামলায় জামিনের মেয়াদ ফের ১ মাস বাড়ল

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ জুন ২০২১ ২২:২২

ঢাকা: করোনাভাইরাসের প্রাদুর্ভাবজনিত উদ্ভূত পরিস্থিতিতে জামিন ও সব ধরনের অন্তর্বর্তীকালীন আদেশের কার্যকারিতা ফের এক মাসের জন্য বাড়ানো হয়েছে।

রোববার (২৭ জুন) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যে সব মামলায় আসামিকে নির্দিষ্ট সময় পর্যন্ত জামিন দেওয়া হয়েছে বা যেসব মামলায় উচ্চ আদালত থেকে অধস্তন আদালতে নির্দিষ্ট সময়ের মধ্যে আত্মসমর্পণের শর্তে জামিন দেওয়া হয়েছে বা যে সব মামলায় নির্দিষ্ট সময়ের জন্য অন্তবর্তীকালীন আদেশ দেওয়া হয়েছে, সেসব মামলার জামিন ও সব ধরনের অন্তর্বর্তীকালীন আদেশসমূহের কার্যকারিতা গত ৩০ মের বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় আগামী একমাস পর্যন্ত বর্ধিত হয়েছে মর্মে গণ্য হবে।

এর আগে গত ৪ এপ্রিল, ১৮ এপ্রিল, ২ মে ও ৩০ মে এক বিজ্ঞপ্তিতে জামিন এবং সব প্রকার অন্তর্বর্তীকালীন আদেশের কার্যকারিতা বাড়ানো হয়েছিল।

সারাবাংলা/কেআইএফ/এমও

জামিনের মেয়াদ

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর