Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহাসড়ক ব্যতীত স্থানীয়ভাবে ব্যাটারি চালিত রিকশা চালু দাবি

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ জুন ২০২১ ২১:৩৯

ঢাকা: দেশের মহাসড়ক ব্যতীত স্থানীয়ভাবে ব্যাটারি চলিত রিকশা অবিলম্বে চালু করার দাবি জানিয়েছে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন। একইসঙ্গে বিদেশ থেকে আমদানি নয় বুয়েট এবং এমআইএসটি’র বিকল্প রিকশার যে মডেল দিয়েছে, সেই মডেল পালন করে রিকশার আধুনিকায়ন করার দাবি জানিয়েছে সংগঠনটি।

রোববার (২৭ জুন) ব্যাটারি চালিত রিকশা বন্ধের প্রতিবাদে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করে এসব দাবি জানায় রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন। এর আগে জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি শাহাদাৎ খাঁ’র এতে সভাপতিত্ব করেন।

বিজ্ঞাপন

সমাবেশে নেতারা বলেন, করোনা মহামারিতে লাখ লাখ মানুষ তার রুটি-রুজির বন্দোবস্ত করতে হিমশিম খাচ্ছে। এর মধ্যে ব্যাটারি চালিত রিকশা বাতিলের মাধ্যমে নতুন করে লাখ লাখ মানুষ তার উপার্জন হারনোর সম্মুখীন করা হয়েছে। সরকার ব্যবসায়ীদের স্বার্থ দেখতে গিয়ে শ্রমজীবী মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছে। শোনা যাচ্ছে— বিদেশ থেকে নতুন ধরনের রিকশা আমদানির প্রস্তুতি সরকার নিচ্ছে এবং এ কারণেই ব্যাটারি চালিত রিকশা চলাচল বাতিল করা হয়েছে।

নেতারা আরও বলেন, ব্যবসা করার উদ্দেশ্য লাখ লাখ মানুষের জীবনকে বিপন্ন করার যে পদক্ষেপ সরকার নিয়েছে আমরা তা প্রতিহত করব। বাংলাদেশের শ্রমজীবী মানুষের জন্য লড়াই ব্যতীত আর কোনো রাস্তা সরকার খোলা রাখেনি।

এ সময় নেতারা দাবি করেন— অবিলম্বে সরকারের এই সিদ্ধান্ত বাতিল করতে হবে, মহাসড়ক ব্যতীত স্থানীয়ভাবে ব্যাটারি চালিত রিকশা অবিলম্বে চালু করার নির্দেশ দিতে হবে, বিদেশ থেকে আমদানি নয় বুয়েট এবং এমআইএসটি’র বিকল্প রিকশার যে মডেল সেই মডেল পালন করে রিকশার আধুনিকায়ন ও নিরাপদ করতে হবে, রিকশা চালকদের ওপর পুলিশি জুলুম নির্যাতন বন্ধ করতে হবে।

বিজ্ঞাপন

সংগঠনের সহ-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নাদিমের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন— বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ ক্বাফী রতন, সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, রিকশা শ্রমিক নেতা মো. বাবুল মিয়া, মো. আলী, আলী হোসেন, আব্দুল হাকিম ভাণ্ডারি, অনিক রায়। সমাবেশে সংহতি বক্তব্য রাখেন— পরিবহন শ্রমিক নেতা হযরত আলী, বস্তিবাসী নেতা মো. নুরুজ্জামান, ছাত্রনেতা জহর লাল রায়, মিখা পিরেগুসহ প্রমুখ।

সারাবাংলা/এএইচএইচ/এনএস

ব্যাটারি চলিত রিকশা চালুর দাবি রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন