মগবাজারে বিস্ফোরণ, দগ্ধ-আহত ১৯ জন ঢামেক হাসপাতালে
স্টাফ করেসপন্ডেন্ট
২৭ জুন ২০২১ ২০:৫৯ | আপডেট: ২৭ জুন ২০২১ ২১:৩৮
২৭ জুন ২০২১ ২০:৫৯ | আপডেট: ২৭ জুন ২০২১ ২১:৩৮
ঢাকা: মগবাজারে একটি বাসায় বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ও আহত ১৯ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট ও ইমারজেন্সিতে এসেছেন।
রোববার (২৭ জুন) রাতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
রমনা জোনের ডিসি সাজ্জাদুর রহমান বলেন, ‘বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে এক শিশু, এক নারী ও এক পুরুষ রয়েছেন। এছাড়া আহত হয়েছেন ৩২ জন। আসলে কীভাবে বিস্ফোরণ ঘটেছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।’
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, ওয়ারলেস গেইটের কাছে আড়ংয়ের পাশে এ ঘটনা ঘটে। হতাহতের সম্ভাবনা রয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে।’
সারাবাংলা/এসএসআর/এমও