Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চিকিৎসক, নার্স-স্বাস্থ্যকর্মীদের আর্থিক সুবিধা নিশ্চিত করতে হবে

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ জুন ২০২১ ১৭:১২

ঢাকা: করোনা চিকিৎসার ব্যবস্থাপনা ও প্রস্তুতি বিষয়ে জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার রোববার (২৭ জুন) বঙ্গবন্ধু শেখ মুজিবু মেডিক্যাল বিশ্ববিদ্যালের উপাচার্য, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

এ সময় তিনি বলেন, ‘নীতিমালা সংশোধন করে সরকারি-বেসরকারি নির্বিশেষে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের আর্থিক সুবিধা নিশ্চিত করতে হবে।’

ইনু বলেন, ‘করোনার আপতকালীন ঝুঁকি মোকাবিলায় হাসপাতালের সরঞ্জাম কেনাকাটায় বাড়তি থোক বরাদ্দ ও বিশেষ আর্থিক ক্ষমতা প্রদান করতে হবে। যে হাসপাতালে যে ধরনের চিকিৎসা সরঞ্জাম প্রয়োজন তাই দিতে হবে, অপ্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম দেওয়া বন্ধ করতে হবে। কেনাকাটার বরাদ্দ বছর শেষে মে-জুন মাসে দেওয়ার পুরানো আমলাতান্ত্রিক ধারা থেকে বের হয়ে আসতে হবে।

তিনি বলেন, চিকিৎসকদের আর্থিক প্রণোদনা দেয়ার পাশাপাশি ঝুঁকি ভাতাও প্রদানের বিষয়টি বিবেচনায় নিতে হবে।’

জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি করোনা চিকিৎসার সাথে যুক্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ডাক্তার, নার্স, ওয়ার্ডবয়সহ সকলকে ধন্যবাদ জানান। শূন্য পদে দ্রুত চিকিৎসক ও নার্স নিয়োগ দিয়ে ট্রেনিং এর ব্যবস্থা করার আহ্বান জানান।

ইনু বলেন, ‘করোনার তৃতীয় ঢেউ মোকাবিলার অগ্রীম প্রস্তুতি নিতে হবে। টিকা সংগ্রহের জন্য বিশেষ কূটনৈতিক উদ্যোগ গ্রহণ এবং দেশে দ্রুত টিকা উৎপাদনের ব্যবস্থা নিতে হবে।’

জাসদ নেতৃবৃন্দ উপাচার্যের কাছ থেকে করোনা চিকিৎসায় তাদের হাসপাতালের অভিজ্ঞতা, সমস্যা, সংকট, চাহিদার বিষয়গুলো জানার চেষ্টা করেন। এ সময় উপাচার্য ও চিকিৎসকরা বলেন, ‘মানুষ যেন সংক্রামিত এবং সংক্রামিত হয়ে হাসপাতালে আসতে না হয় তার জন্য জনসচেতনতা বাড়ানো জরুরি। সবাই মিলে একটু সচেতন হলে, মাস্ক ব্যবহার করলে, সাবান দিয়ে হাত ধুলে, সামাজিক দূরত্ব বজায় রাখলে, জনসমাগম এড়িয়ে চললে এবং একান্ত বাধ্য না হলে ভ্রমণ এড়িয়ে চললে সংক্রমণ বিস্তার রোধ করা সম্ভব হবে। মাস্ক ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজনে ভলেন্টিয়ার নিয়োগ করতে হবে।’

বিজ্ঞাপন

এ সময় জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি, সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শরফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হুসাইন, প্রক্টর প্রফেসর মো. হাবিবুর রহমান, আইসিইউ ইনচার্জ অধ্যাপক ডা. আখতারুজ্জামান, বায়ো কেমিস্ট্রি অনুষদের ডিন প্রফেসর ডা. সালেহ আহমেদ, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. আলী আসগর মোরল, অধ্যাপক ডা. মাসুদা বেগম ছাড়াও জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোহসীন।

সারাবাংলা/এএইচএইচ/একে

করোনাভাইরাস কোভিড-১৯ জাসদ হাসানুল হক ইনু

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর