ভ্যাকসিন উৎপাদন প্রযুক্তি উন্মুক্ত করার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
২৭ জুন ২০২১ ১৬:৫১ | আপডেট: ২৭ জুন ২০২১ ১৬:৫৮
ঢাকা: চলমান করোনা দুর্যোগ মোকাবিলায় এবং বিশ্বের শান্তি ও প্রগতি অগ্রগতির স্বার্থে ভ্যাকসিন উৎপাদনের প্রযুক্তি উন্মুক্ত করার জন্য উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বাংলাদেশ ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) আয়োজনে ‘রিভিজিং কনটেমপরারি পিস অ্যান্ড সিকিউরিটি চ্যালেঞ্জেস ইন দ্য সাউথ এশিয়ান রিজিওন’ শীর্ষক সেমিনারে রোববার (২৭ জুন) পররাষ্ট্রমন্ত্রী এ আহ্বান জানান।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘করোনা দুর্যোগ নতুন একটি চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে এক ছাতার নিচে এসে কাজ করতে হবে। তবেই মানবজাতির কল্যাণ এবং শান্তি নিশ্চিত হবে। এই সময়ে দরিদ্র এবং উন্নয়নশীল দেশগুলোকে সহযোগিতা করতে উন্নত দেশগুলোকে এগিয়ে আসতে হবে। বৈশ্বিক শান্তি বজায় রাখার স্বার্থে করোনার ভ্যাকসিন উৎপাদনের প্রযুক্তি উন্মুক্ত করে দিতে হবে।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘করোনা দুর্যোগ বৈশ্বিক রাজনীতিতেও প্রভাব ফেলেছে। এই দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ কূটনৈতিক তৎপরতা বজায় রেখেছে। এই সময়ে শান্তির জন্য দক্ষিণ এশিয়ার দেশগুলোকে ভ্যাকসিন ইস্যুতে পারস্পরিক সহযোগিতা আরও বাড়াতে হবে। এছাড়া আঞ্চলিক এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা আরো শক্তিশালী করতে হবে।’
তিনি আরো বলেন, ‘কৃষি, বাণিজ্য, অর্থনীতি, সাইবার নিরাপত্তা, যোগাযোগসহ সার্বিকভাবে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে নিবিড় সম্পর্ক গড়তে হবে। এই অঞ্চলে যেসব সম্ভাবনা আছে তা কাজে লাগাতে হলে আঞ্চলিক সম্পর্ক শক্তিশালী করা প্রয়োজন।’
সেমিনারে বক্তারা বলেন, দক্ষিণ এশিয়ায় নিজেদের মধ্যে বাণিজ্যের হার মাত্র পাঁচ শতাংশ। যেখানে আসিয়ান দেশগুলোর বাণিজ্য বৈশ্বিক বাণিজ্যের তুলনায় ২৫ শতাংশ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে কৃষি, বাণিজ্য, অর্থনীতি, প্রতিরক্ষাসহ একাধিক খাতে প্রচুর সম্ভাবনা রয়েছে। শুধু প্রয়োজন নিজেদের মধ্যে শক্তিশালী সম্পর্ক উন্নয়ন এবং উন্নত যোগাযোগ মাধ্যম প্রতিষ্ঠা।
বক্তারা আরও বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে অনেক অবিশ্বাস বা দ্বন্দ্ব রয়েছে। তাই সবার আগে এই অঞ্চলের দেশগুলোর মধ্যে বিশ্বাসের সম্পর্ক স্থাপন করতে হবে। বিশ্বাসের সম্পর্ক স্থাপন করতে পারলে দক্ষিণ এশিয়ার চেহারা বদলাতে সময় লাগবে না।
সারাবাংলা/জেআইএল/পিটিএম
উন্মুক্ত ড. এ কে আব্দুল মোমেন পররাষ্ট্রমন্ত্রী প্রযুক্তি ভ্যাকসিন