পুনর্বাসন ছাড়া ব্যাটারিচালিত রিকশা বন্ধ না করার দাবি
২৭ জুন ২০২১ ১৬:১৩ | আপডেট: ২৭ জুন ২০২১ ১৬:২১
ঢাকা: পুনর্বাসন ছাড়া ব্যাটারিচালিত রিকশা বন্ধ না করার দাবি জানিয়েছে ঢাকা মহানগরের অটোরিকশা ভ্যান শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন।
রোববার ( ২৭ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠন দুটির পক্ষ থেকে এই দাবি জানানো হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশে লাখ লাখ মানুষের রুটি-রুজির একমাত্র উৎস হচ্ছে এই ব্যাটারিচালিত রিকশা। তাদের কাজের অন্য কোনো উৎস নেই। প্রয়োজনে রাস্তায় আলাদা লেন করে দেওয়া হোক। কিন্তু কোনোভাবেই রিকশা বন্ধ করা যাবে না।
বাংলাদেশ কর্মচারী ফেডারেশনের নগর সভাপতি রাজু আহমেদ বলেন, শহরে অনেক প্রতিবন্ধী রিকশাচালক আছেন। এই অটোরিকশার মাধ্যমেই তারা জীবিকা অর্জনের পথ খুঁজে পেয়েছেন। তাদের বাঁচার একমাত্র অবলম্বন হচ্ছে এই রিকশা। রিকশা বন্ধ না করে অবিলম্বে পরিবেশবান্ধব এ বাহনকে পরিবহনের অন্তর্ভুক্ত করার দাবি জানান তিনি।
বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় মহানগর নেতারা ছাড়াও বিভিন্ন এলাকার হাজার খানেক রিকশা চালক অংশ নেন। সমাবেশ থেকে স্বরাষ্ট্রমন্ত্রণালয় ঘেরাও অভিমুখে গেলে পুলিশ তাদের বাধা দেয়।
সারাবাংলা/এসজে/একে