Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভ্যাকসিন দেওয়া বন্ধ হবে না: স্বাস্থ্যমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ জুন ২০২১ ১৫:৩২

জাহিদ মালেক, ফাইল ছবি

ঢাকা: স্বল্পতার কারণে কয়েকদিন ভ্যাকসিনেশন কার্যক্রম বন্ধ থাকলেও ভবিষ্যতে এ পরিস্থিতির সৃষ্টি হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘মডার্নার ২৫ লাখ ভ্যাকসিন দ্রুতই আমরা পেয়ে যাচ্ছি। এটার জন্য আমাদের পক্ষ থেকে যে সিদ্ধান্ত দেওয়ার কথা ছিল সেটা আমরা দিয়ে দিয়েছি। ভ্যাকসিন দেওয়া বন্ধ হবে না।’

রোববার (২৭ জুন) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘চীন থেকেও খুব দ্রুত ভ্যাকসিন পাবো বলে আমরা আশা করি। একইসঙ্গে আমরা আশা করি আগামী মাসে চীনের সঙ্গে যে চুক্তি করেছি সে চুক্তি অনুযায়ী হয়তোবা ভ্যাকসিন পাবো। কোভ্যাক্স থেকেও আমরা ভ্যাকসিন পেতে থাকব। তারা সংখ্যাটা বলে না, সংখ্যাটা আমরা পরে জানিয়ে দেবো। রাশিয়ার সঙ্গে আমরা সব প্রক্রিয়া সম্পন্ন করে ভ্যাকসিন পাবো আশা করছি।’

আর এই অগ্রগতির কারণেই ভ্যাকসিন কার্যক্রম বন্ধ হবে না বলে আশা করেন তিনি। তিনি বলেন, ‘কিছুদিন এ কার্যক্রম বন্ধ রাখতে হয়েছে, আগামীতে হয়তো আর বন্ধ রাখতে হবে না।’

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘ভ্যাকসিন উৎপাদনে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। ইডিসিএলকে বলা হয়েছে, ভ্যাকসিন উৎপাদনে তারা কার্যক্রম শুরু করবে। যতো তাড়াতাড়ি সম্ভব আমরা প্রোডাকশনে যেতে চাই, এটাই আমাদের চেষ্টা থাকবে।’

মন্ত্রী বলেন, ‘আমরা উৎপাদন করলে তো বাংলাদেশি ভ্যাকসিনই উৎপাদন করব। যদি কারো সঙ্গে কোলাবোরেশনে যাই, সেটা আমরা দেখব। আর যদি কেউ বলে তাদের ভ্যাকসিন আমাদের এখানে উৎপাদন করবে, তাহলে বেসরকারি প্রতিষ্ঠানগুলো আছে, সেখানে করতে পারে।’

বিজ্ঞাপন

ভ্যকসিন উৎপাদনের ফ্যাসিলিটিজ বর্তমানে সরকারের নেই জানিয়ে তিনি বলেন, ‘বেসরকারি খাতে সে সুযোগ আছে। এটার জন্য আমরা নীতিগত অনুমোদন দিয়েছি। বঙ্গভ্যাক্সকে আমরা সহযোগিতা করতে চাই। তবে ভ্যাকসিন তৈরির আন্তর্জাতিক শর্ত পূরণ করলেই তারা উৎপাদনের অনুমতি পাবে।’

মন্ত্রী বলেন, ‘পদক্ষেপগুলো পার করে আসার পরে ওনারা ওনাদের ভ্যাকসিন উৎপাদন করতে পারবে। আন্তর্জাতিক যে নিয়ম নীতি আছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে নিয়ম নীতি আছে ভ্যাকসিন উৎপাদন করার জন্য সে নিয়ম-নীতিগুলো প্রতিপালন করে আসতে পারে তাহলে ঠিক উৎপাদন করতে পারবে।’

সারাবাংলা/জেআর/এসএসএ

ভ্যাকসিন স্বাস্থ্যমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর