ট্রাকের ধাক্কায় ৪ গরু ব্যবসায়ীর মৃত্যু
লোকাল করেসপন্ডেন্ট
২৭ জুন ২০২১ ১৫:১১ | আপডেট: ২৭ জুন ২০২১ ১৫:১২
২৭ জুন ২০২১ ১৫:১১ | আপডেট: ২৭ জুন ২০২১ ১৫:১২
বেনাপোল (যশোর): সদর উপজেলার মালঞ্চি গ্রামের কাছে যশোর-বেনাপোল মহাসড়কে ট্রাকের ধাক্কায় প্রাইভেট কারের আরোহী চার গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
এছাড়াও, দুর্ঘটনায় আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (২৭ জুন) দুপুর ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, মৃত চার ব্যক্তি চট্টগ্রামের বাসিন্দা এবং গরু ব্যবসায়ী। আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে প্রাইভেট কারে করে তারা গরু কেনার উদ্দেশ্যে যশোরের শার্শা-বেনাপোল এসেছিলেন।
যশোরের নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, মালঞ্চি পৌঁছানোর পর প্রাইভেটকারটি ট্রাককে ওভারটেক করতে গেলে ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। এতে, প্রাইভেটকারের চার আরোহী ঘটনাস্থলেই মারা যায়।
সারাবাংলা/একেএম