Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লকডাউন বাস্তবায়নে মাঠে থাকবে সেনাবাহিনী: স্বাস্থ্যমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ জুন ২০২১ ১৫:০৩ | আপডেট: ২৭ জুন ২০২১ ১৭:১৯

ঢাকা: করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে জনগণকে স্বাস্থ্যবিধি মানাতে পুলিশ, বিজিবির সঙ্গে সেনা মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রোববার (২৭ জুন) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘সামনে লকডাউন আসছে। সোমবার থেকে আংশিক লকডাউন, বৃহস্পতিবার থেকে পূর্ণ লকডাউন।’

বিজ্ঞাপন

লকডাউন মেনে চলার বিষয়টি সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনার প্রকোপ ঠেকাতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। পুলিশ থাকবে, বিজিবি থাকবে, সেনাবাহিনীর সদস্যরাও এবার থাকবে। যেন লকডাউন সুন্দরভাবে পালিত হয় এবং করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধ হয়। মৃত্যুর সংখ্যাও যেন কমিয়ে আনতে পারি।’

করোনার বর্তমান পরিস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করে মন্ত্রী বলেন, ‘করোনা বাড়ছে। আমাদের উত্তরাঞ্চলের জেলাগুলোতে এবং অন্যান্য জেলায় করোনা ছড়িয়েছে। প্রায় জেলাতেই ২০ শতাংশের বেশি, কোথাও ৩০ শতাংশের বেশি সংক্রমণ হয়েছে।’

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণ ব্যাখ্যায় মন্ত্রী বলেন, ‘আমাদের চলাচল অব্যাহত ছিল। আমাদের বাস, ট্রাক, ট্রেন, নৌযান চলাচল করেছে। আমের ব্যবসার দিকে আমরা লক্ষ্য রেখেছি। সেখানে অনেক এক্টিভিটিস হয়েছে। আমাদের ধান কাটতে দিতে হয়েছে। আমাদের অভ্যন্তরীণ ফ্লাইট চালু ছিল। বিদেশের যারা যাত্রী তাদেরকে যেতে দিতে হয়েছে, বিদেশ থেকে যারা আসতে চায় তাদেরকে আমাদের আনতে হয়েছে। আমরা কোনো কিছুই বন্ধ করে রাখতে পারিনি।’

বিজ্ঞাপন

সামনের দিনগুলোতে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই বলে মনে করেন মন্ত্রী। তিনি বলেন, ‘আমরা আশা করব, যে যেখানেই আছেন, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন। মাস্ক পরবেন, সামাজিক দূরত্ব বজায় রাখবেন, স্যানিটাইজ করবেন এবং লকডাউন মেনে চলবেন। লকডাউন মেনে না চললে মৃত্যুর সংখ্যা বাড়বে। রোগীর সংখ্যা বাড়বে। হাসপাতালে চিকিৎসা দিতে মুশকিল হবে। ইতোমধ্যে দেশের ৫-৬ হাজার বেডে রোগী ভর্তি হয়ে গেছে।’

দেশ ও মানুষের জন্য এখনই করোনা নিয়ন্ত্রণ করতে হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘করোনা যদি নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে আমাদের দেশের অর্থনীতি ব্যাহত হবে। বিদেশে কর্মী যাওয়া ব্যাহত হবে। ভিসা প্রক্রিয়া জটিল হয়ে যাবে।’

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ রোধে লকডাউন দেওয়ার কাজ করছে মন্ত্রিপরিষদ বিভাগ। বৃহস্পতিবার (১ জুলাই) থেকে লকডাউন পালনে আজ রোববার (২৭ জুন) প্রজ্ঞাপন জারি করার কথা রয়েছে।

সারাবাংলা/জেআর/এসএসএ

লকডাউন স্বাস্থ্যমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর