Monday 13 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
২৭ জুন ২০২১ ১৪:৪৩

মুন্সিগঞ্জ: টঙ্গীবাড়ী উপজেলায় রাস্তা পার হতে গিয়ে ট্রলির ধাক্কায় মো. নূর মোহাম্মদ মাল (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার (২৭ জুন) সকাল ১০টার দিকে উপজেলার কাঠাদিয়া শিমুলিয়া ঈদগাহের সামনে এই দুর্ঘটনা ঘটে।

মুন্সিগঞ্জ সদর থানার উপ পরিদর্শক (এসআই) মো. ইব্রাহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতের মেয়ে শিউলি বেগম জানান, সকালে তার বাবা দিঘিরপাড়ে ঋণের কিস্তির টাকা দেওয়ার উদ্দেশে রওনা দেন। পরে কাঠাদিয়া শিমুলিয়া ঈদগাহের সামনে রাস্তা পার হতে গিয়ে দিঘিরপাড় থেকে আসা ট্রলি ধাক্কা দিলে বাবা মাটিতে লুটিয়ে পড়ে। এসময় তাকে স্থানীয়রা উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শৈবাল বসাক তাকে মৃত ঘোষণা করেন।

সদর থানার এস আই মো. ইব্রাহিম বলেন, এ ঘটনায় এখনও মামলা হয়নি। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য গাড়ির মালিক ও হেলপারকে আটক করা হয়েছে। তবে এই ঘটনায় চালক পলাতক রয়েছে।

সারাবাংলা/এসএসএ

সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর