লকডাউন তামাশায় পরিণত হয়েছে: বিএনপি
২৭ জুন ২০২১ ১৩:৫৩ | আপডেট: ২৭ জুন ২০২১ ১৫:৪২
ঢাকা: করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ঘোষিত লকডাউন বা শাটডাউন তামাশায় পরিণত হয়েছে বলে মনে করছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। শনিবার (২৬ জুন) বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় এ মত দেন স্থায়ী কমিটির সদস্যরা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যরিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।
সভায় নেওয়া সিদ্ধান্ত ও প্রস্তাবগুলো তুলে ধরার জন্য রোববার (২৭ জুন) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ইতোমধ্যে সরকার ৭ দিনের জন্য আবারও লকডাউন কিম্বা শাটডাউন ঘোষণা করেছে। যা এখন তামাশায় পরিণত হয়েছে। সরকারের অযোগ্যতা এবং জবাবদিহিতা না থাকার কারণে লকডাউন সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়েছে। সাধারণ গরিব মানুষ, দিন আনে দিন খায় শ্রেণির মানুষের খাদ্যের ব্যবস্থা না করে অপ্রাতিষ্ঠানিক সেক্টরের শ্রমিক ও কর্মরত ব্যক্তিদের নগদ টাকা ট্রান্সফারের ব্যবস্থা না করে লকডাউন কখনই কার্যকর হতে পারে না।’
তিনি বলেন, ‘মানুষ ক্ষুধার তাগিদে কাজের সন্ধানে ঘর থেকে বেরিয়ে পড়েন। প্রকৃতপক্ষে কোভিড-১৯ করোনা ভাইরাস নিয়ে সরকারের কোনো সুপরিকল্পিত কর্মসূচি নেই। প্রণোদনার ক্ষেত্রে, স্বাস্থ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে এবং শারীরিক দূরত্ব বজায় রাখা ও ভ্যাকসিন সংগ্রহ এবং বিতরণে চরম অব্যবস্থাপনা, দুর্নীতি এবং অযোগ্যতার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।’
‘সভা (বিএনপির স্থায়ী কমিটি) মনে করে- জনগণের সক্রিয় অংশগ্রহণ ব্যতিরেকে এই ভয়াবহ ভাইরাসের সংক্রমণ মোকাবিলা করা সম্ভব নয়’— জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘অবিলম্বে করোনা বিষয়ক বিষেশজ্ঞ, সংশ্লিষ্ট জাতীয় কমিটি, স্থানীয় স্বেচ্ছাসেবক সংগঠন, এনজিও এবং রাজনৈতিক নেতাদের মতামতের মাধ্যমে যৌথ প্রচেষ্টার উদ্যোগ গ্রহণ করতে হবে।’
সারাবাংলা/এজেড/এসএসএ