Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগুনে পুড়লো ২০ ঝুটের গুদাম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জুন ২০২১ ১২:৪৬

গাজীপুর: জেলার কোনাবাড়ি আমবাগ এলাকায় আগুনে পুড়ে গেছে অন্তত ২০টি ঝুটের গুদাম এবং
সুতা, কাপড়সহ বিপুল পরিমাণ মালামাল। পরে, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২৭ জুন) সকাল সাতটার দিকে স্থানীয় সোহেল তাজের ঝুটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে পাশের মিজান শেখ, গিয়াসউদ্দিন, করিম, শাহ আলম, এনামুলের ঝুটের গুদামসহ আরও অন্তত ২০ ঝুটের গুদামে আগুন ছড়িয়ে পড়ে। পুড়ের যায় গুদামে রাখা সুতা, কাপড়সহ বিপুল পরিমাণ ঝুটের মালামাল।

বিজ্ঞাপন

খবর পেয়ে জয়দেবপুর ও কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে জয়দবেপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে। তাৎক্ষনিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সারাবাংলা/একেএম

আগুন কোনাবাড়ি ঝুটের গুদাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর