Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁওয়ে আরও ৪ মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জুন ২০২১ ১১:০৯

ঠাকুরগাঁও: জেলায় করোনা আক্রান্ত হয়ে আরও চার জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭২ জনে।

সর্বশেষ ২৪ ঘন্টায় ২৬৫ নমুনা পরীক্ষায় নতুন করে ১২০ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে, নমুনা বিবেচনায় আক্রান্তের হার প্রায় ৪৬ শতাংশ। এর মধ্য দিয়ে জেলায় করোনা আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হলেন দুই হাজার ৯৬৯ জন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, চিকিৎসাধীন অবস্থায় সদর উপজেলায় ৮০ বছর বয়সী একজন পুরুষ, পীরগঞ্জ উপজেলার ৪৮ বছর বয়সী একজন পুরুষ, রাণীশংকৈল উপজেলায় ৬৬ এবং ৭০ বছর বয়সী দুইজন পুরুষ এবং বালিয়াডাঙ্গী উপজেলায় ৩৫ বছর বয়সী এক যুবক মৃত্যুবরণ করেছেন।

নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ৫৬ জন, বালিয়াডাঙ্গী উপজেলায় ২৪ জন, পীরগঞ্জ উপজেলায় ৯ জন, রানীশংকৈল উপজেলায় ১৭ জন এবং হরিপুর উপজেলায় ১৪ জন রয়েছেন।

করোনা সংক্রমণ রোধে আরোপিত লকডাউনের ব্যাপারে ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বলেন, জনসচেতনা সৃষ্টির লক্ষ্যে পুলিশ প্রশাসন মাইকিং, লিফলেট বিতরণসহ নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তিনি সকলকে সরকারি নির্দেশাবলী ও স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহারের আহ্বান জানান।

সারাবাংলা/একেএম

কোভিড-১৯ নভেল করোনাভাইরাস

বিজ্ঞাপন

ফিলিস্তিনে ৪ ইসরাইলি সেনা নিহত
১২ জানুয়ারি ২০২৫ ১১:২৬

সিটি ছাড়ছেন কাইল ওয়াকার
১২ জানুয়ারি ২০২৫ ১০:৫১

আরো

সম্পর্কিত খবর