ব্রিটেনের নয়া স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ
আন্তর্জাতিক ডেস্ক
২৭ জুন ২০২১ ১০:৩৫ | আপডেট: ২৭ জুন ২০২১ ১২:৪৭
২৭ জুন ২০২১ ১০:৩৫ | আপডেট: ২৭ জুন ২০২১ ১২:৪৭
ব্রিটেনে করোনা সংক্রমণে আরোপিত বিধিনিষেধের মধ্যেই সহকারীকে চুমু খেয়ে পদত্যাগী স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানককের স্থলাভিষিক্ত হচ্ছেন দেশটির সাবেক অর্থমন্ত্রী সাজিদ জাভিদ।
শনিবার (২৬ জুন) ডাউনিং স্ট্রিট থেকে নতুন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে তার নাম জানানো হয়।
এর আগে, ২০২০ সালে প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে মতের অমিল হওয়ায় অর্থমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন সাজিদ।
এদিকে, মে মাসের শুরু থেকে যুক্তরাজ্যে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। এই পরিস্থিতিতে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পেলেন অভিজ্ঞ সাজিদ জাভিদ।
আরও পড়ুন: সহকারীকে চুমু খাওয়ায় ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ
সারাবাংলা/একেএম